দক্ষিণ দিনাজপুরে বাইক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মৃত ১

বাইক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে প্রাণ হারালেন এক বাইক আরোহী। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে বংশীহারির ডেটলহাট এলাকায়। জানা গিয়েছে, মৃত বাইক আরোহীর নাম মনসুর আলি (২৬)। বুনিয়াদপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বড়াইলের বাসিন্দা ছিলেন তিনি।
পেশায় পাইকারি সবজি বিক্রেতা। জানা গিয়েছে, এদিন কিষাণ মান্ডি থেকে বাইকে চেপে গঙ্গারামপুর অভিমুখে যাচ্ছিলেন তিনি। সেই সময় ডিটলহাট এলাকায় উলটোদিক থেকে একটি পিকআপ ভ্যান বাইকটিকে ধাক্কা মারে।
ঘটনাস্থলে লুটিয়ে পড়ে মনসুর আলি। মাথার আঘাত গুরুতর পায়। স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ জখম ব্যক্তিকে রশিদপুর হাসপাতাল নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে। এদিন দেহটিকে ময়নাতদন্তের জন্য বালুরঘাটে পাঠানো হয়। সন্দেহ বশত দুটি পিকআপ ভ্যান আটক করে পুলিশ। পাশাপাশি ঘটনাস্থল থেকে বাইকটি উদ্ধার করে তাঁরা।