পুদিনা পাতার ৫টি ভেষজ গুন

পুদিনা পাতার ৫টি ভেষজ গুন

আজ বাংলা : প্রাচীন কাল থেকেই পুদিনা পাতা ভেজষ ওষুধ হিসাবে ব্যবহৃত হয়। আয়ুর্বেদ শাস্ত্রমতে এই পাতা বহু রোগ সারানোর কাজে লাগে। তরকারিতে সুগন্ধি হিসাবে একে ব্যবহার করা হয়। গরম কালে পুদিনা পাতার সরবত খাওয়ারও প্রচলন আছে। পুদিনা এক প্রকারের গুল্মজাতীয় উদ্ভিদ। বিশ্বের অনেক দেশেই পুদিনার গাছ জন্মে। এর বৈজ্ঞানিক নাম ‘মেন্থা স্পিকাটা’।

 পুদিনায় রোজমেরিক অ্যাসিড নামের এক ধরনের উপাদান থাকে। এটি প্রাকপ্রদাহী পদার্থ তৈরিতে বাধা দেয়। ফলে হাঁপানি হয় না। এ ছাড়াও এর রস প্রোস্টসাইক্লিন তৈরিতে বাধা দেয়। তার ফলে শ্বাসনালী পরিষ্কার থাকে।  এটি ইরেটেবল বাওয়েল সিন্ড্রোম (আইবিএস) এবং দীর্ঘস্থায়ী বদহজমের বিরুদ্ধে খুবই কার্যকর। এ ছাড়াও পুদিনা কোলনের পেশি সংকোচন নিয়ন্ত্রণ করে।

 পুদিনায় রয়েছে মনোটারপিন নামক উপাদান। এটি স্তন, লিভার, অগ্ন্যাশয়ে ক্যানসার হওয়া প্রতিরোধ করে। নিয়মিত পুদিনা পাতা খেলে ফুসফুস, কোলন এবং ত্বকের ক্যানসার থেকে রক্ষা পাওয়া যায়। পাতা আমরা সাধারনত রান্নায় ব্যবহার করে থাকি। কিন্তু তার পাশাপাশি পুদিনা পাতার যে অনেক রকম ভেষজ গুন আছে তা আমরা অনেকেই জানিনা। পুদিনা পাতার ভেষজ গুণ গুলো আজকে জেনে নেওয়া যাক -

১) অনেকক্ষণ রোদ থেকে ঘুরে এসে আপনি গায়ের জ্বালা অনুভব করছেন।তখন সেই রোদে পোড়া জায়গায় পুদিনা পাতার রস এবং অ্যালোভেরার রস একসাথে মিশিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।আরাম পাবেন।

২) পুদিনা পাতার ক্যান্সার প্রতিরোধের এক অদ্ভুত ক্ষমতা আছে। পুদিনা পাতার পেরিলেল অ্যালকোহল যা ফাইটো-নিউট্রিয়েন্টস এর একটি উপাদান, এটি দেহে ক্যান্সার কোষ বৃদ্ধিতে বাধা দেয়।

৩) আমরা সবাই স্কিনের সমস্যায় ভুগি। ব্রোনো বা মুখের তেলতেলে ভাব কমানোর জন্য পুদিনা পাতা বেটে মুখে লাগান,১০ মিনিট রেখে ধুয়ে নিন। ব্রণের দাগ দূর করতে পুদিনা পাতার রস রাতে লাগান, পারলে সারারাত রাখুন অথবা কমপক্ষে ২ থেকে ৩ ঘন্টা রাখার চেষ্টা করুন। ব্রণোর দাগ কমে যাবে।

৪) চুলের প্রচুর পরিমাণে উকুন হয়েছে, তার জন্য পুদিনা পাতার রস বা শেকড়ের রস খুব উপকারী।পুদিনা পাতার রস চুলের গোড়ায় লাগিয়ে একটি কাপড় দিয়ে চুল টাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে শ্যাম্পু করে ফেলুন ।সপ্তাহে দু-তিনবার করুন এক মাসের মধ্যে চুল উকুন মুক্ত হবে।

৫) সর্দির সময় অনেকের নাক বন্ধ হয়ে যাওয়ার প্রবণতা আছে। সেসময় পুদিনা পাতার রস খান আপনি অনেকটা সস্তি অনুভব করবেন।

আরো পড়ুন      জীবনী  মন্দির দর্শন  ইতিহাস  ধর্ম  জেলা শহর   শেয়ার বাজার  কালীপূজা  যোগ ব্যায়াম  আজকের রাশিফল  পুজা পাঠ  দুর্গাপুজো ব্রত কথা   মিউচুয়াল ফান্ড  বিনিয়োগ  জ্যোতিষশাস্ত্র  টোটকা  লক্ষ্মী পূজা  ভ্রমণ  বার্ষিক রাশিফল  মাসিক রাশিফল  সাপ্তাহিক রাশিফল  আজ বিশেষ  রান্নাঘর  প্রাপ্তবয়স্ক  বাংলা পঞ্জিকা