মুর্শিদাবাদে অশান্তির জেরে গ্রেফতার ৬, মোতায়েন প্রচুর পুলিশ

পয়গম্বর মন্তব্যের প্রেক্ষিতে উত্তপ্ত রাজ্যের একাধিক জেলা। এর মাঝেমুর্শিদাবাদে এক মহিলার ফেসবুক পোস্ট ঘিরে শনিবার অশান্ত হয়ে ওঠে বেলডাঙা ও রেজিনগর। সূত্রের খবর, হাওড়ার হিংসা নিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন বেলডাঙার এক মহিলা। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করলেও বিক্ষোভকারীরা বেলডাঙা থানায় চড়াও হয় বলে অভিযোগ।
এই ঘটনায় রেজিনগর মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত ৬ জনকে। শনিবার বিকেলে মুর্শিদাবাদে NH 34-এ বিক্ষোভ তুলতে গিয়ে বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছে। এই ঘটনার পর বেলডাঙার রেজিনগরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এরপর গতকাল রাত থেকে মুর্শিদাবাদে নতুন করে আর কোনও হিংসার খবর পাওয়া যায়নি।
এরপর থেকেই রবিবার মুর্শিদাবাদের রেজিনগর ও বেলডাঙা রীতিমতো থমথমে পরিস্থিতি। প্রচুর পুলিশ মোতায়েন করার পাশাপাশি চলছে পুলিশি টহল। শনিবার রাতেই রাজ্যের স্বরাষ্ট্র দফতরের তরফে জানানো হয়েছে, বেলডাঙা-২, রেজিনগর এবং শক্তিপুর থানা এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। শনিবার বিকেল ৪টে থেকেই এই সমস্ত এলাকাগুলিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে।
আগামী ১৪ জুন সকাল ৬টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ, শুক্রবার রাতে মুর্শিদাবাদের বেলডাঙা থানায় ঢিল ছোড়ে একদল বিক্ষোভকারী। এক মহিলার ফেসবুক পোস্টের জেরে সেখানে হিংসা ছড়িয়ে পড়ে।প্রসঙ্গত, নুপূর শর্মার বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতেই অশান্তি, রাস্তা অবরোধ, টায়ার, দোকান-পাট জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠে এসেছে রাজ্যের নানান প্রান্ত থেকে। দেশেও উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড সহ একাধিক রাজ্যে এখনও উত্তপ্ত পরিস্থিতি।