মুর্শিদাবাদে সাংসদের গাড়ির ধাক্কায় ৬ বছরের শিশুর মৃত্যু

মুর্শিদাবাদে সাংসদের গাড়ির  ধাক্কায়  ৬ বছরের শিশুর মৃত্যু

 মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খানের গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ছয় বছরের শিশুর। বুধবার মুর্শিদাবাদের নওদা থানার পিপড়েখালি বাজার এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃত শিশুর নাম হাসিম সরকার। তার বাড়ি নওদার গঙ্গাধারি উত্তর শেখপাড়া এলাকায়। পরিবারের তরফে জানা গিয়েছে, বুধবার বিকেলে মায়ের সঙ্গে পিপড়েখালি এলাকায় একটি ব্যাঙ্কে গিয়েছিল ওই শিশু।

তার মা ব্যাঙ্কে কাজ করছিল, সেই সময় ওই শিশু একাই রাস্তা পারাপার করে। তখনই অপর দিক থেকে আসা মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খানের গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে ওই শিশু। এই ঘটনায় গুরুতর জখম হলে তড়িঘড়ি সাংসদ নিজের গাড়িতে করে বহরমপুর মেডিকেল কলেজে নিয়ে যান। সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় হাসিম সরকারের।

এই ঘটনায় পরিবার সহ এলাকা জুড়ে নেমে এসেছে।  পরে সাংসদ আবু তাহের খান জানান, আমি বাড়ি থেকে আসছিলাম পিপড়েখালি এলাকা দিয়ে। তখন ছয় বছর বয়সী ওই শিশু মায়ের সঙ্গে ব্যাঙ্কে এসেছিল। ওই শিশু ছুটে গাড়ির সামনে আসে। তখনই গুরুতর জখম হয় ওই শিশু।

 রাস্তা থেকে কোলে করে গাড়িতে তুলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন সাংসদ আবু তাহের খান নিজেই। তারপরেই ওই শিশুকে ভর্তি করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলার পর মৃত্যু হয় ওই শিশুর। গোটা ঘটনায় শোক প্রকাশও করেছেন সাংসদ আবু তাহের খান।