নদিয়ায় ধান কেটে ফেরার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক কৃষকের

নদিয়ায় ধান কেটে ফেরার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক কৃষকের

বেথুয়াডহরী   কদিনের টানা বর্ষণে জল জমেছে রাজ্যের সর্বত্র আর সেই জমা জল থেকে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় উদ্বেগ বাড়িয়েছে গোটা রাজ্যে। এ পর্যন্ত দুই শিশুসহ ৫ জনের বিদ্যুৎপিষ্ট হয়ে মৃত্যুর খবরের পাশাপাশি এবার নদীয়ার বানগড়িয়াতে ধান কেটে বাড়ি ফেরার পথে হাই টেনসনে ছিড়ে যাওয়া তারে বিদ্যুৎপিষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির । মৃতের নাম আতিয়ার সেখ ।

সূত্র মারফত জানা যায় রোজকার মতন আজও  তিনি তার জমিতে ধান কাটতে গেছিলেন । ধান কেটে ফেরার সময় হাই টেনসনে বিদ্যুৎ তার ছিড়ে যাওয়ায় তারের  সঙ্গে    বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল আতিয়ার শেখ নামে বছর 48 এর এক ব্যক্তির । ঘটনাটি ঘটেছে  নদীয়ার নাকাশিপাড়া বানগরিয়ায়। গত  23 শে সেপ্টেম্বর বৃহস্পতিবার  তার বাড়ি থেকে  বেরিয়ে ছিলেন জমিতে ধান কাটবার জন্য।

সেখানে তড়িতাহত হন । স্থানীয় লোকজন তাকে ঐ অবস্থায় দেখতে পেয়ে বেথুয়াডহরী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহটি  নাকাশীপাড়ার পুলিশ গিয়ে  থানায় নিয়ে আসে  । সেখান থেকে শক্তিনগর মর্গে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ তার পরিবার এবং গোটা গ্রাম।