নদীয়ায় বাইক দুর্ঘটনায় নিহত এক মাধ্যমিক পরীক্ষার্থী

নদীয়ায় বাইক দুর্ঘটনায় নিহত এক মাধ্যমিক পরীক্ষার্থী

নাকাশিপাড়া  এক মাধ্যমিক পরীক্ষার্থী বাইক দুর্ঘটনায় নিহত, দুর্ঘটনাটি ঘটেছে নাকাশিপাড়া থানার অন্তর্গত গাছা এলাকা, পরিবার সূত্রে জানা গেছে নিহত যুবতীর নাম ববিতা খাতুন বয়স 16, নাকাশিপাড়া থানার পাটপুকুর এলাকায় বাড়ি বলে এবছর মাধ্যমিক পরীক্ষার্থী।

আজ সকাল সাড়ে দশটা নাগাদ মাধ্যমিক পরীক্ষা দিতে আসে 12:01 পরীক্ষা শুরু হওয়ার আগেই ফিরে আসবে জেনে বন্ধু আনোয়ার শেখের বাইকে চেপে বেথুয়ার দিক থেকে গাছায় যাওয়ার সময় হঠাৎ সামনে

 একটি সাইকেল এসে পড়ে, তাকে বাঁচাতে গিয়ে  নিয়ন্ত্রণ হারিয়ে আনোয়ারের বাইকের পেছনে বসা ববিতা পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে ধুবুলিয়া পরবর্তীতে কৃষ্ণনগর জেলা শক্তি নগর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ওই পরীক্ষার্থীকে মৃত বলে ঘোষণা করেন।