পশ্চিম মেদিনীপুরে হাইভোল্টেজের বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে মৃত্যু এক যুবক!

মাঠে জমির আলে বসে ঘাস কাটার সময় আচমকাই মাথার উপরে থাকা ১১ হাজার হাইভোল্টেজের বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে মৃত্যু এক যুবক! চন্দ্রকোনার বসনছোড়ায় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মৃত্যু এক ব্যক্তির। বুধবার ১২ নাগাদ ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ ব্লকের বসনছোড়া সামন্তপাড়ায়।
দীর্ঘদিন মাঠে জল জমে থাকায় ইলেকট্রিকের পোল কমবেশি ভেঙে গিয়েছে যার পরে এ ধরনের দুর্ঘটনা ঘটতে চলেছে। জানাযায় মৃত ব্যক্তির নাম সঞ্চিত মাইতি(৫৫), বসনছোড়ার সামন্তপাড়ায় বাড়ি। বাড়ির পাশেই মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন।জমির আলে বসে ঘাস কাটার সময় আচমকাই মাথার উপরে থাকা ১১ হাজার হাইভোল্টেজের বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে।
পায়ে তার জড়িয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। মাঠের ধান জমিতে মৃতদেহ পড়ে থাকে, পরিবার ও স্থানীয়রা ঘটনা জানতে পেরে বিদ্যুৎ দপ্তরে খবর দেয়।দপ্তরের তরফে তৎক্ষনাৎ কেটে পড়া তার সরিয়ে ফেলা হয়। চন্দ্রকোনা থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পরিবার ও স্থানীয়দের অভিযোগ, আগে থেকেই এই এলাকায় ওই বিদ্যুতের তারের সমস্যা ছিল, দপ্তরে জানিয়েও কিছু হয়নি। বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মৃতের পরিবারের।