ধূপগুড়ি থেকে স্ত্রীকে উদ্ধার করল শিলিগুড়ির যুবক

ধূপগুড়ি থেকে স্ত্রীকে উদ্ধার করল শিলিগুড়ির যুবক

প্রেম করে বিয়ে,তাই রাজি নয় পরিবার। বাড়ির লোকের অসুস্থতার অজুহাত দেখিয়ে মেয়েকে ডেকে নিয়ে এসে আটকে রেখেছিল বাপের বাড়ির লোকজন, অবশেষে পুলিশ নিয়ে গিয়ে বিবাহিত স্ত্রীকে মামার বাড়ি থেকে উদ্ধার করল স্বামী। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের মাগুরমারী-১ নং গ্রাম পঞ্চায়েত এলাকায়।

জানা গেছে, শিলিগুড়ির সূর্য সেন কলোনীর যুবক বিজয় দাস ধূপগুড়ি ব্লকের মাগুরমারী-১ নং গ্রাম পঞ্চায়েত এলাকার যুবতী দিশা দাসকে এক মাস আগে প্রনয়ের সম্পর্ক থাকায় বিয়ে করে‌। একমাস পর মেয়েটির বাড়ির লোকজন মেয়েটিকে ফোন করে পরিবারের এক সদস্যের অসুস্থতার বার্তা দেয় এবং দ্রুত বাড়িতে আসতে বলে।

এরপর মেয়েটি বাড়িতে আসলে তাকে আটকে রেখে জোর করে ছেলেটির বিরুদ্ধে থানায় অপহরনের লিখিত অভিযোগ দায়ের করতে চাপ দেয়। পাশাপাশি মেয়েটিকে ধূপগুড়িতে তার মামার বাড়িতে জোর করে আটকে রাখা হয়। সেখান থেকে মেয়েটি সুযোগ বুঝে তার স্বামীকে ফোন করে সমস্ত কিছু জানায় এবং তাকে উদ্ধার করে নিয়ে যেতে বলে। অবশেষে বিজয় দাস, রবিবার ধূপগুড়ি পুলিশের সহায়তায় তার স্ত্রীকে তার মামার বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে যায়। অবশেষে স্বামীকে ফিরে পেয়ে স্বস্তি পেল গৃহবধূ।