দুই হিন্দু মহিলার সঙ্গেই ১৫ বছর করে থাকার পর বিবাহবিচ্ছেদ করল আমির খান

দুই হিন্দু মহিলার সঙ্গেই ১৫ বছর করে থাকার পর বিবাহবিচ্ছেদ করল আমির খান

আগে সলমন খান বলেছিলেন, চেষ্টা করবেন আমির যাতে তৃতীয় বার বিয়ের পিঁড়িতে না বসেন! আমিরের গতিবিধি অন্তত সে দিকেই ইঙ্গিত করছে।  দঙ্গল’-এর সময় থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল, আমিরের সঙ্গে ফাতিমা সানা শেখের সম্পর্ক নিয়ে। অবাক হচ্ছেন তো? হওয়ার কথাই বটে। সকলেই জানেন, আমির আর কিরণ রাওয়ের সম্পর্ক বেশ মজবুত। কিন্তু তাতেও তো ফাটল ধরতে পারে। দু’জনের ঘনিষ্ঠদের মত, এর একমাত্র কারণ ফাতিমার সঙ্গে আমিরের সাম্প্রতিক ঘনিষ্ঠতা। আমিরের ঠিক অর্ধেক বয়স ফাতিমার।

তাতেই বা কী এসে গেল! ফিল্মি দুনিয়ায় সম্পর্ক কবেই বা বয়সের গণ্ডি মেনেছে! আমিরের ‘লগান’ ছবিতে সহকারী পরিচালক ছিলেন কিরণ। সেখান থেকেই আলাপ তাঁদের।২০০৫ সালে বিয়ে করেছিলেন আমির এবং কিরণ। ২০১১ সালে সারোগেসির সাহায্যে ছেলে আজাদ রাও খানকে জন্ম দেন তাঁরা। দীর্ঘ ১৫ বছরের দাম্পত্যে ইতি টানতে চলেছেন আমির খান এবং কিরণ রাও। বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তারকা দম্পতি। শনিবার সকালে দু’জনের পক্ষ থেকে নেটমাধ্যমে একটি বিবৃতি জারি করে জানানো হয় সে কথা।  কিরণের আগে রীনা দত্তকে বিয়ে করেছিলেন আমির। ১৯৮৬ সালে রীনাকে বিয়ে করেছিলেন আমির। ২০০২-এ রীনা এবং আমিরের ১৬ বছরে দাম্পত্যের আবসান হয়। তাঁদের দুই সন্তান -- পুত্র জুনেইদ ও কন্যা ইরা।

আমির প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্সের পর আমির খান লগানের শ্যুটিং চলাকালীন পরিচয় হয় কিরণ রাও-এর সঙ্গে। ২০০৫-এর ২৮ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হবন তাঁরা।  ২০১১ সালে সারোগেসির মাধ্যমে তাঁদের এক পুত্রসন্তান হয়, আজাদ রাও খান। বলিউডে তাঁর পেরিয়ে গেল ৩০ বছর। ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান সামাজিক ইস্যু নিয়ে ছবি বানানোর জন্য বিশেষ ভাবে খ্যাত। কিন্তু তাঁর জীবনের অন্যতম ‘গোপন’ অধ্যায়টি নিয়ে দেশবাসীর মনে আমিরকে নিয়ে অসন্তোষ রয়ে গিয়েছে আজও।

অভিযোগ ব্রিটিশ সাংবাদিক জেসিকা হাইন্স সের সন্তান জানকে সন্তান হিসাবে স্বীকার না করা।  কে এই জেসিকা হাইন্স? জেসিকা এক জন ব্রিটিশ সাংবাদিক। অমিতাভ বচ্চনের জীবনকাহিনি নিয়ে একটি বই লিখে জনপ্রিয় হন জেসিকা। বইয়ের নাম, ‘লুকিং পর দ্য বিগ বি: বলিউড, বচ্চন অ্যান্ড মি’। একটি ম্যাগাজিনের সূত্র অনুযায়ী, ‘গুলাম’-এর শ্যুটিংয়ে আলাপের পর তাঁদের মধ্যে একটি সম্পর্ক তৈরি হয়। আমির ও জেসিকা নাকি একসঙ্গে থাকাও শুরু করেন। কিছু দিন পরে জেসিকা জানতে পারেন, তিনি গর্ভবতী। সেই সময়ে তাঁদের সম্পর্কের প্রতি আমিরের প্রতিশ্রুতি চান জেসিকা। কিন্তু আমির তখন সিরিয়াস সম্পর্কে যেতে প্রস্তুত ছিলেন না।

একটি ম্যাগাজিনের সঙ্গে জেসিকার সাক্ষাৎকারে জানা যায়, আমির খান জান-কে নিজের সন্তান হিসেবে গ্রহণ করতে অস্বীকার করেছিলেন। জেসিকার দাবি, আমির তাঁকে গর্ভপাতও করাতে বলেছিলেন। কিন্তু জেসিকা রাজি হননি। প্রমাণ হিসেবে হাইন্স তাঁর সন্তান জান ও আমিরের মধ্যে বিভিন্ন সাদৃশ্যের কথাও উল্লেখ করেছিলেন সেই সাক্ষাৎকারে।

সব প্রতিকূলতা এড়িয়ে জেসিকা হাইন্স সন্তানের জন্ম দেন। তার পর ‘সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়’। জান এখন হ্যান্ডসাম হাঙ্ক। ২০১২ সালে ভোগ ইউকে ম্যাগাজিন-এ তিনি মডেলিং করেছেন। মডেলিং করার পাশাপাশি ইংল্যান্ডে তিনি অভিনয় করাও শুরু করেছেন। জেসিকা হাইন্স তার পর থেকে পিছন ফিরে তাকাননি। বিয়ে করেছেন উইলিয়াম ট্যালবটকে। তিন জনের সংসার। সুখে রয়েছেন তাঁরা। জান-কে নিজের সন্তানের মতোই ভালবাসেন উইলিয়াম।  আমির খান মুম্বাইয়ে বান্দ্রা হলি ফ্যামিলী হাসপাতালে একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

তার পুরো নাম ছিলো আমির হোসেন খান। যিনি সক্রিয়ভাবে কয়েক দশক ধরে ভারতীয় চলচ্চিত্র শিল্পের সাথে জড়িত। তার পিতা তাহির হুসেন ছিলেন একজন চলচ্চিত্র পরিচালক এবং তার কাকা নাসির হুসাইন ছিলেন একজন চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও অভিনেতা। আমির খান এর মায়ের নাম হল জিনাত হোসেন।তার ভাই বোনেরা হলেন "ফয়সাল খান", "ফরহাত খান" এবং "নিখাত খান"। ইমরান খান হলেন আমির খানের ভাগ্নে। আমির খানের পূর্বপুরুষরা ছিলেন আফগানিস্তানের অধিবাসী।

আমির খানের উচ্চতা মাত্র পাঁচ ফুট পাঁচ ইঞ্চি।  শিশু অভিনেতা হিসেবে বহু আগেই বলিউডে ডেবিউ ছবি করে ফেলেছিলেন আমির খান। তবে প্রথম যে ছবিতে আমির খানকে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল সেটি ‘ক্যায়ামত সে ক্যায়ামত তক’। সেই ছবি মুক্তি পেয়েছিল ১৯৮৮ সালে। আর তার আগেই ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করে ফেলেছিলেন আমির খান।  আমির খান: বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর একটি মন্তব্য নিয়ে এক সময় সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছিল।

একটি সাক্ষাৎকার চলার সময় আমির বলেছিলেন, ‘‘শাহরুখ মাঝে মাঝেই আমার পা চাটে, তখন আমি তাকে বিস্কুট খাওয়াই। পরবর্তী প্রশ্নের আগে বলতে চাই যে শাহরুখ হল আমার পোষা কুকুরের নাম।’’ মিস্টার পারফেকশনিস্ট যে শুধু অভিনয়ের ক্ষেত্রেই পারফেকশন বজায় রাখেন, তা নয়। প্রেমের খবর লুকোতেও তিনি সিদ্ধহস্ত। তবে মাঝেমধ্যে ঝুলি থেকে বে়ড়াল বেরিয়ে পড়ে আর কী!