জ্যোতিষ অনুযায়ী বুধবার ভুলেও করবেন না এই কাজগুলি

বুধবার স্বচ্ছ মনে পুজো করলে সেই জাতকের জীবন থেকে সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে যায়। তবে জ্যোতিষে এমন কিছু কাজের উল্লেখ পাওয়া যায়, যা বুধবার করলে ধন-ধান্যে ঘাটতি দেখা দিতে পারে। জ্যোতিষ অনুযায়ী বুধবারের দিনটি গণেশকে সমর্পিত। এদিন গণেশকে প্রসন্ন করার ও বুধের শান্তির উপায় করা হয়।
বুধবার স্বচ্ছ মনে পুজো করলে সেই জাতকের জীবন থেকে সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে যায়। তবে জ্যোতিষে এমন কিছু কাজের উল্লেখ পাওয়া যায়, যা বুধবার করলে ধন-ধান্যে ঘাটতি দেখা দিতে পারে। পাশাপাশি জীবনে নানান সমস্যা ঘিরে ধরবে।
বুধবার কী করবেন না- বুধবার কালো রঙের পোশাক পরাকে শুভ মনে করা হয় না। আবার বিবাহিত স্ত্রীদেরও কালো পোশাক পরা উচিত নয়। কালো রঙের অলঙ্কারও পরবেন না। কারণ এর ফলে দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে।
লেনদেন করবেন না বুধবার কারও কাছ থেকে ঋণ নেবেন না বা কাউকে ধার দেবেন না। মনে করা হয়, এদিন লেনদেন করলে আর্থিক সমস্যা দেখা দিতে পারে। পাশাপাশি আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনাও থেকে যায়।
কন্যার অপমান করবেন না হিন্দু সংস্কৃতিতে কন্যার পুজো করা হয়। মেয়েদের অপমান করতে নেই। বিশেষত বুধবার ভুলেও কোনও মেয়ের অপমান করবেন না। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী বুধবার কোনও মেয়েকে কটূ শব্দ বললে সেই ব্যক্তির পরিবারে উন্নতি হয় না।
পশ্চিম দিকে যাত্রা করবেন না বুধবার পশ্চিম দিকে যাত্রা করা শুভ নয়। বুধবার পশ্চিম দিকে দিশাশূল থাকে, এর ফলে ব্যক্তির অহিত হতে পারে।
কটূ কথা বলবেন না জ্যোতিষ অনুযায়ী বুধ বুদ্ধি, বিবেক, বাণীর কারক গ্রহ মনে করা হয়। এ কারণে বুধবার ভেবেচিন্তে কথা বলা উচিত। কটূ কথা বলবেন না। তা না হলে পরিবারে সুখ-সমৃদ্ধির বাস হবে না। আর্থিক সমস্যাও দেখা দিতে পারে।