চাণক্য নীতি অনুসারে অতীত ও ভবিষ্যতের চিন্তা করে বর্তমানকে অবহেলা করা উচিত নয়

ভারতের ইতিহাসে চাণক্য (chanakya) একজন মহান তথা বিচক্ষণ পুরুষ। রাজনীতি, কূটনীতি, অর্থনীতি, রাজধর্ম, প্রজা নিয়ন্ত্রণ, শত্রু আক্রমণ ইত্যাদি নানা বিষয়ে নিজের গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করে গিয়েছেন মহাপন্ডিত চাণক্য। তাঁর সুচিন্তিত পরামর্শ এতটাই চিরন্তন এবং আধুনিক যে বর্তমান সময়ে দাঁড়িয়েও তার প্রয়োগ বুঝতে অসুবিধা হয় না।
তাঁর সময়কাল থেকে এখনও পর্যন্ত তাঁর পরামর্শ ও নীতি মানুষের দৈনন্দিন জীবনে প্রচুর সাহায্য করেছে। চাণক্যের লেখা ‘চাণক্য নীতি’ ও ‘অর্থশাস্ত্র’ বইদুটি সমকালীন সমাজ ও অর্থনীতিতেও একই রকম তাৎপর্যপূর্ণ। চাণক্য তাঁর চাণক্য নীতিতে এমন কিছু উপদেশ দিয়ে গিয়েছেন যা বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতেও একই রকম ভাবে তাৎপর্যপূর্ণ।
চাণক্য বলেছেন, ‘যা অতীত তার চিন্তা কখনও করা উচিত না, ভবিষ্যতের ব্যপারেও চিন্তিত হওয়া উচিত নয়। বুদ্ধিমান মানুষ শুধুমাত্র বর্তমানের কথা চিন্তা করে।’ চাণ্যকের মতে, মানুষকে সবসময় বর্তমান সময়ের বিষয়ে ভাবনা চিন্তা করা উচিত। যে সময়টা চলে গিয়েছে বা যে সময়টা আসতে চলেছে তার বিষয়ে চিন্তা না করাই উচিত। চাণক্যের এই শ্লোক বর্তমান সময়ে মেনে চলা খুব জরুরি।
আসলে এই শ্লোকের মাধ্যমে চাণক্য মানুষের প্রকৃতি বুঝিয়েছেন। মানুষের স্বভাবই হল যেকোনও বিষয় নিয়ে চিন্তা করা। অতীতে ঘটে যাওয়া বিষয় নিয়ে মানুষ বর্তমান সময়েও চিন্তা করে। ভবিষ্যতে কি হতে চলেছে তা নিয়েও চিন্তা করে মানুষ। অনেক সময়ই মানুষ অতীত বা ভবিষ্যতের কথা চিন্তা করতে গিয়ে বর্তমানটা ভুলে যায়। কেটে যাওয়া সময় কখনও ফিরে আসে না এবং ভবিষ্যত কেউ দেখেনি। এই কারনে শুধু বর্তমান সময়ের কথাই চিন্তা করা উচিত।