আদালতের রায়ে মা-বাবা দুজনেরই পদবী পাবে সন্তান

আদালতের রায়ে মা-বাবা দুজনেরই পদবী পাবে সন্তান

ইতালিয় শিশুদের নামের সঙ্গে তাদের বাবা এবং মা, দুই অভিভাবকের পদবীই যোগ করা উচিত। ঐতিহাসিক রায় দিল সেদেশের সাংবিধানিক আদালত (Constitutional Court)। এত দিন শুধুমাত্র বাবার পদবীই সদ্যোজাতের নামের সঙ্গে জুড়ে দেওয়ার নিয়ম প্রচলিত ছিল ইউরোপের এই দেশে। সেখানে আদালতের এই রায় নারীর সমানাধিকার প্রতিষ্ঠার পথে একটি বিরাট পদক্ষেপ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

 এই প্রসঙ্গে আদালতের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, ঐতিহ্যের নামে এত দিন ধরে যে ব্যবস্থা চলে আসছে, তা আদতে যেকোনও শিশুর 'পরিচয় তৈরির ক্ষেত্রে বৈষম্য ও ক্ষতি'র প্রতীক। সন্তানের জন্মের পর বাবা এবং মা দুই অভিভাবকেরই তার উপর সমান অধিকার থাকে। তাই শিশুকে তাঁরা দুজনেই তাঁদের পদবী প্রদান করতে পারেন।

তবে, এই বিষয়ে আদালত কোনও জোরজবরদস্তি করার বা কোনও নতুন ভাবনা নাগরিকদের উপর চাপিয়ে দেওয়ার পক্ষপাতী নয়।  আদলতের বক্তব্য, সন্তান তার বাবা এবং মা দুজনেরই পদবী ব্যবহার করবে, নাকি একজনের পদবী ব্যবহার করবে, সেটা দুই অভিভাবকই ঠিক করবেন।

এমনকী, কোনও একজনের পদবী ব্যবহার করা হলে বাবা এবং মায়ের মধ্যে কার পদবী বেছে নেওয়া হবে, সেটাও তাঁদেরই ঠিক করে নিতে হবে। দুই অভিভাবকদের পদবী ব্যবহার করলে কার পদবী আগে এবং কারটা পরে নামের সঙ্গে জুড়ে দেওয়া হবে, সেটাও আলোচনার মাধ্যমে অভিভাবকরা নিজেদের মধ্যে ঠিক করে নেবেন।

 সূত্রের খবর, আদালতের এই রায় এবার আইনে পরিণত করা হবে। পার্লামেন্টের তরফ থেকে সেই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আদালত তার প্রকাশিত বিবৃতিতে বলেছে, এখন থেকে "সদ্যোজাত শিশুর নামের সঙ্গে তার দুই অভিভাবকেরই পদবী জুড়ে দেওয়া হবে। কার পদবী আগে যাবে, সেটা অভিভাবকরাই ঠিক করবেন।

যদি শুধুমাত্র একজন অভিভাবকের পদবী শিশুর নামে সঙ্গে ব্যবহার করা হয়, তা হলে অন্যজনেরও তাতে সায় থাকতে হবে।" তবে, এক্ষেত্রে যদি ওই দম্পতির মধ্যে মতভেদ তৈরি হয়, তাহলে আদালতে মামলা রুজু করা যাবে। সেক্ষেত্রে বিচারকই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।   ইতালির পরিবার মন্ত্রী এলেনা বোনেত্তি (Elena Bonetti) বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

তিনি লিখেছেন, "আমাদের এই সিদ্ধান্তকে দ্রুত বাস্তবায়িত করতে হবে। এটি অত্যন্ত জরুরি রাজনৈতিক দায়িত্ব এবং দ্রুততার সঙ্গে তা সম্পাদন করতে হবে।" এলেনা জানিয়েছেন, তিনি মনে করেন, সন্তানের উপর বাবা মায়ের সমান অধিকার যেমন থাকে, তেমনই সন্তানকে প্রতিপালন করার ক্ষেত্রেও দুই অভিভাবকেরই সমানভাবে দায়িত্ব ভাগ করে নেওয়া উচিত। এলেনা বলেন, এত দিনে "ইতালিয় নারীরা একটি ঐতিহাসিক জয় লাভ করলেন।"