পর্ন তারকা হয়ে গেলেন 'বাহুবলী' খ্যাত অভিনেত্রী!

আজ বাংলা: পর্ন তারকা হয়ে গেলেন বিখ্যাত সিনেমা 'বাহুবলী' খ্যাত শিবগামী অর্থাৎ রাম্যা কৃষ্ণন! কি চমকে গেলেন তো? ‘সুপার ডিলাক্স’। এ নামে নির্মিত হচ্ছে তামিল সিনেমা। এই ছবিটির জন্য দর্শকের বহু দিনের অপেক্ষা। ছবির ট্রেলার সোশ্যাল মিডিয়ায় ঝড়ের মতো ছড়িয়ে গিয়েছিল। এখানে অভিনেত্রী রাম্যা কৃষ্ণন একজন পর্ন তারকার ভূমিকায় অভিনয় করেছেন। ‘বাহুবলী’ ছবিতে রাজমাতা শিবগামীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।
রাম্যা এবার হাজির হচ্ছেন পর্ন তারকার চরিত্রে। ‘সুপার ডিলাক্স’ নামে সেই ছবির একটি বিশেষ দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন তিনি। বললেন, একটি দৃশ্যের জন্য তাকে ৩৭টি শট দিতে হয়েছিলো। এরপর সেই দৃশ্য পরিচালকের মনমতো হওয়ায় টেক হয়।
ছবির ট্রেলার ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর যা কিনা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এক সাক্ষাৎকারে রাম্যা এ কথা জানান। তিনি বলেন, ‘আমার ক্যারিয়ারে খুব চ্যালেঞ্জিং চরিত্র করছি এই ছবিতে। একজন পর্ন তারকার জীবনটা কেমন হয় সেটা কিছুটা উপলব্ধির সুযোগ হলো।’
সূত্রের খবর, এরকম চরিত্র এর আগে কোনও তামিল অ’ভিনেত্রী করেননি। জানা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসেই মুক্তি পাবে এই ছবি। পরিচালক থিয়াগারা জানও রাম্যার উপর ভীষণ খুশি।