আবারো শাসকদলের গোষ্ঠী কোন দলে উত্তপ্ত পশ্চিম মেদিনীপুর

আবারো শাসকদলের গোষ্ঠী কোন দলে উত্তপ্ত পশ্চিম মেদিনীপুর

কার হাতে থাকবে এলাকার রাস, এই নিয়ে কার্যত প্রকাশ্যে মাথা ফাটলো শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লক এর ছ নম্বর জগন্নাথপুর অঞ্চলে। শুক্রবার রাত্রিবেলা চা দোকানে বসে চা খাচ্ছিলেন, আসিফ আলী ও তার লোকজনেরা।

এই আসিফ আলি ব্লক সভাপতি উত্তম ত্রিপাঠীর অনুগামী বলেই পরিচিত। তার অভিযোগ হঠাৎই চা খাওয়ার সময় দশ বারোজন লোক লাঠিটা নিয়ে তাদের উপর আক্রমণ করে। তিনি জানান সঞ্জয় পানের অনুগামীরা তাদের উপরে এই আক্রমণ ঘটিয়েছেন।

যদিও বিষয়টি সম্পূর্ণভাবে এড়িয়ে গেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ব্লক সভাপতি কে ফোন করে জানতে চাওয়া হলে কোনোভাবেই তিনি ফোন ধরেননি। কেশপুরে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বে কার্যত প্রকাশ্যে রূপ দেখা দিল একে অপরের বিরোধিতায়। যদিও বিরোধীপক্ষের পক্ষ থেকেও এখনো কোনো রকম প্রতিক্রিয়া জানানো হয়নি।