শ্যালিকার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ জামাইবাবুর বিরুদ্ধে

শ্যালিকার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ জামাইবাবুর বিরুদ্ধে

স্বামীর অত্যাচারে বাড়ি ছেড়ে স্ত্রী আশ্রয় নিয়েছে শ্যালিকার বাড়িতে। শ্যালিকা স্ত্রীকে লুকিয়ে রেখেছে এই অভিযোগে শ্যালিকার বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল জামাইবাবুর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার  বিষ্ণুপুর শহরের ২ নম্বর ওয়ার্ডের দরবার এলাকায় (Bengal News)। ক্ষতিগ্রস্থ শ্যালিকার পাশে দাঁড়িয়েছে স্থানীয় পুরসভা থেকে বিধায়ক।

জানা যায়, বছর দশেক আগে বিষ্ণুপুরের বাসিন্দা কাজল মন্ডলের সঙ্গে বিয়ে হয় উত্তরপ্রদেশের পাপ্পু সিং-এর। বিয়ের পর থেকেই স্ত্রীর উপর অত্যাচার চালাত পাপ্পু সিং এমনটাই অভিযোগ। সম্প্রতি স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে উত্তরপ্রদেশে পাপ্পু সিং এর বাড়ি ছেড়ে বিষ্ণুপুরে দিদির বাড়িতে এসে ওঠেন কাজল। স্ত্রীর খোঁজে সম্প্রতি বিষ্ণুপুর শহরে আসে পাপ্পু সিং।

পাপ্পু অভিযোগ তুলতে থাকে বিষ্ণুপুরের দরবার এলাকায় বসবাসকারী শ্যালিকা পুজা মন্ডল তাঁর স্ত্রীকে লুকিয়ে রেখেছে। পুজা বোনকে লুকিয়ে রাখার কথা অস্বীকার করলেও সেকথা কানে তোলেনি পাপ্পু। আজ, শনিবার সকালে শ্যালিকা পুজা অন্যের বাড়িতে পরিচারিকার কাজে গেলে জামাইবাবু পাপ্পু শ্যালিকার বাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ।

স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভালেও ততক্ষণে আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় দিন আনি দিন খাই পুজা মন্ডলের বাড়ি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিষ্ণুপুরের পুর প্রশাসক অর্চিতা বিদ ও স্থানীয় বিধায়ক তন্ময় ঘোষ।

উভয়েই ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ পৌঁছে দেওয়ার পাশাপাশি পুজা মন্ডলের পরিবারের পাশে সর্বতোভাবে থাকার আশ্বাস দিয়েছে। জামাইবাবুর কঠোর শাস্তির দাবি জানিয়েছে ক্ষতিগ্রস্ত পুজা মন্ডল। অভিযুক্ত পাপ্পু সিং কে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তবে, অভিযুক্ত তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে।