মিশনারি স্কুলের হস্টেলে নাবালক ছাত্রের ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ

মিশনারি স্কুলের হস্টেলে নাবালক ছাত্রের ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ

মিশনারি স্কুলের হস্টেলে এক নাবালক ছাত্রের ওপর শারীরিক এবং মানসিক নির্যাতনের অভিযোগ। গ্রেফতার আরও এক নাবালক ছাত্র। পুলিস সূত্রে খবর, জেরায় দোষ স্বীকার করেছে অভিযুক্ত। পর্নের নেশায় বন্ধুর সঙ্গে যে ভয়ঙ্কর কাণ্ড সে ঘটিয়েছে, তা মেনে নিয়েছে। গত সপ্তাহে এক 'মর্মান্তিক' ঘটনার সাক্ষী থেকেছে উস্তি। রাতে গুরুতর অসুস্থ অবস্থায় ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রকে হোস্টেলের ঘর থেকে উদ্ধার করেন শিক্ষকরা।

সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিত্‍সার জন্য সোজা কলকাতায় নিয়ে আসা হয়। বর্তমানে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিত্‍সাধীন ওই নাবালক ছাত্র। পরীক্ষা করে চিকিত্‍সকরা জানান, ছাত্রটির গলা এবং গোপনাঙ্গে ক্ষত ছিল। ঘটনার তদন্তে নেমে অষ্টম শ্রেণির এক নাবালক ছাত্রকে গ্রেফতার করে পুলিস।

সোমবার তাতে জেরা করলে, সে দোষ স্বীকার করে। SDPO মিতুন দে জানিয়েছে, তাঁর কাছে দোষ স্বীকার করেছে অভিযুক্ত নাবালক। সে জানিয়েছে, রুম মেটের উপর যৌন নির্যাতন চালিয়েছে সে। লকডাউনে অতিরিক্ত পর্ন ভিডিও দেখায় এমন কাজ করেছে। পুলিস সূত্রে খবর, ধৃত ছাত্রকে জুভেনাইল কোর্টে পেশ করা হবে। পরবর্তী সময়ে হোমে থাকবে ওই ছাত্র। অতিরিক্ত পর্ন ভিডিও দেখার ফলে কিশোর মনে প্রভাব পড়েছে। যার জেরে এই ঘটনা সে ঘটিয়েছে বলে পুলিসের প্রাথমিক অনুমান।