বৃষ্টির পাশাপাশি বাড়বে গরমও, জেনে নিন আজকের আবহাওয়ার খবর

বৃষ্টির পাশাপাশি বাড়বে গরমও,  জেনে নিন আজকের  আবহাওয়ার খবর

জ্বালাপোড়া গরমে আর চ্যাটেচ্যাটে ঘামে নাজেহাল দক্ষিণবঙ্গ। তবে আবহাওয়ায় শীঘ্র আসছে বদল। উত্তরে অতিবৃষ্টির বিরতি শেষের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গেও এবার ঝেঁপে নামতে চলেছে বৃষ্টি। তবে এখনই গরম থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে কোনও স্বস্তির খবর দিতে পারল না আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে বিকেলের দিকে ন্যূনতম তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়বে ।

 অন্যদিকে, আবহাওয়াবিদ গণেশ কুমার দাস জানিয়েছেন, এই মুহূর্তে উত্তর উড়িষ্যা এবং ঝড়খণ্ডের উপর একটা নিম্নচাপ রয়েছে। আরেকটা অক্ষরেখা অতিক্রম করছে জয়সলমীরের উপর দিয়ে। এই দুটো সিস্টেম রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ-পশ্চিমে। এর জেরেই বুধবার থেকে উত্তরবঙ্গে এবং বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি।  

কলকাতায় এদিন সকালে রোদের তেজ থাকলেও মূলত দিনভর থাকবে মেঘলা আকাশ। মঙ্গলবার চূড়ান্ত অস্বস্তিকর হবে কলকাতার আবহাওয়া। ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়বে পারে তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের অনেক বেশি থাকায় বজায় থাকবে অস্বস্তি। বেলা ১১টা থেকে বিকেল পাঁচটার মধ্যে আবহাওয়ায় অস্বস্তিসূচক থাকবে সবথেকে বেশি।

সোমবার দিনের তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি অর্থাৎ ৩৪ .৬ ডিগ্রি। তবে বেড়েছে রাতের তাপমাত্রা। গত ২৪ ঘণ্টায় ছিটেফোঁটাও বৃষ্টি পায়নি কলকাতা। এদিন শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকচতে পারে যথাক্রমে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং ২৮ ডিগ্রি সেলসিয়াস।  অন্যদিকে, উত্তরবঙ্গে বুধবার থেকে বাড়বে বৃষ্টি। মেঘলা আকাশ, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা আকাশ।

মঙ্গলবারেও উত্তরে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। আগামী ৪ ঘণ্টায় দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে আবারও বাড়বে বৃষ্টি। তবে উত্তরের বাকি জেলাগুলিতে চলবে হালকা মাঝারি বৃষ্টিপাত। অন্যদিকে, অতিবৃষ্টির জেরে দিল্লিতে জারি হয়েছে হলুদ সতর্কতা।

আপাতত শুক্রবার পর্যন্ত দিল্লিতে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একই অবস্থা মহারাষ্ট্রেও। রাজ্যের অন্তত ৬ জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা সহ প্রস্তুত থাকতে বলেছেন শিন্ডে সরকার। বৃষ্টিতে ভাসছে মুম্বই। একাধিক এলাকা জলমগ্ন হওয়ায় ব্যাহত গাড়ি চলাচল।