ফাইভ জি ঘিরে বিপর্যয়ের মুখে আমেরিকার বিমান পরিষেবা

করোনার ধাক্কা সামলে উঠতে না উঠতেই ফাইভ জি (5G Services Row) নিয়ে টানাপড়েন। তাতে বিপর্যয়ের মুখে আমেরিকার বিমান পরিষেবা (US Flight Services)। ভারত-সহ একাধিক দেশ ইতিমধ্যেই আমেরিকাগামী বিমান বাতিল করেছে। সান ফ্রান্সিসকো, বস্টন, শিকাগো, ডালাস, মায়ামি, নেওয়ার্ক, সিয়াটল-সহ একাধিক শহরে উড়ান বাতিল করেছে বিভিন্ন দেশের উড়ান সংস্থা।
শুধুমাত্র ভারতই ১৪টি আমেরিকাগামী বিমান বাতিল করেছে। আপাতত ফাইভ জি পরিষেবা চালুর সিদ্ধান্ত সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। কিন্তু আগামী দিনে তাদের সিদ্ধান্তের উপরই দেশের উড়ান পরিষেবা নির্ভর করছে। নিরাপত্তার কারণ দেখিয়ে বুধবার আমেরিকাগামী আরও ছ'টি বিমান বাতিলের ঘোষণা করে এয়ার ইন্ডিয়া (Air India), এর মধ্যে বৃহস্পতিবার ভারত থেকে যাত্রীদের আমেরিকায় ফেরত নিয়ে যাওয়ার কথা ছিল তিনটি বিমানের।
তার আগে বুধবার যে তিনটি বিমান ছাড়ার কথা ছিল, তাতে ৭৩৪ যাত্রী টিকিট বুক করেছিলেন। আপাতত হোটেলে রাখা হয়েছে তাঁদের। আমেরিকার কাছ থেকে নিরাপত্তার আশ্বাস মিললে, তবেই বোয়িং ৭৭৭ বিমানগুলির ফের চালু করা হবে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া। ফাইভ জি নেটওয়ার্ক (5G Internet Network) চালু হলে মার্কিন বিমান চলাচল ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা।
ইতিমধ্যেই ভারত-সহ একাধিক দেশ আমেরিকাগামী উড়ান বাতিল করেছে। বুধবার থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে সি-ব্যান্ড ফাইভ জি পরিষেবা চালু হওয়ার কথা ছিল। তার আগেই বিমানবন্দরের কাছে ফাইভ জি টাওয়ার বসানোয় বিমান ওঠানামার ক্ষেত্রে সমস্যা হতে পারে বলে মার্কিন উড়ান সংস্থাগুলি আশঙ্কা প্রকাশ করে।
সান ফ্রান্সিসকো, বস্টন, শিকাগো, ডালাস, মিয়ামি, নেওয়ার্ক, সিয়াটল-সহ একাধিক শহরে উড়ান বাতিল করেছে বিভিন্ন দেশের এয়ারলাইন্স সংস্থা। এ পর্যন্ত আমেরিকাগামী ১৪টি উড়ান বাতিল করেছে ভারত। তবে মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা জানিয়েছে, আপাতত চালু হচ্ছে না ফাইভ জি নেটওয়ার্ক।