বিজেপি ছাড়া প্রসঙ্গে মুখ খুলেন খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়

খড়গপুর: বিজেপির (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে সংঘাত নাকি দলবদলের সম্ভাবনা? খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার কারণ নিয়ে চলছে জোর আলোচনা। এই পরিস্থিতিতে মুখ খুললেন খোদ হিরণ। ঠিক কী কারণে দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন, পরবর্তী পদক্ষেপই বা কী, তা স্পষ্ট করলেন তিনি।
বিধানসভা নির্বাচনে জয়ের পর থেকেই খড়গপুরে (Kharagpur) নানা কাজ করেছেন তিনি। স্থানীয়দের দাবি, তারকা বিধায়ক হলেও তাঁকে প্রয়োজনে পাশে পাওয়া যায়। তবে অদ্ভুতভাবে দিলীপ ঘোষের (Dilip Ghosh) উপস্থিতিতে খড়গপুরে দেখা যায় না হিরণকে। রাজনৈতিক মহলে তা নিয়ে কম জলঘোলা হয়নি। সত্যিই কি তাই? বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতির সঙ্গে একমঞ্চে কখনও দেখা যায় না কেন হিরণকে?
আচমকা তার এই পদক্ষেপে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন বিজেপি নেতৃত্ব। খড়গপুর বিধানসভার বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের রিমুভ হওয়া প্রসঙ্গে মেদিনীপুরে এক অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ মন্তব্য বলেন,' আমার কাছে অন্তত দশটা গ্রুপ আছে, প্রতিদিন ২০০ , ৩০০ -র মেসেজ আসে আমি কিন্তু গ্রুপ দেখি না।
তার কারণ কোনো গ্রুপে আমি বিশ্বাস করি না। বিধায়কদের প্রসঙ্গে বিরোধী দলনেতা যিনি আছেন তিনি বলবেন আমিও একজন নির্বাচিত জনপ্রতিনিধি এই বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না। তবে পার্টির গাইডেন্স মেনে চলা উচিত। মানুষ আমাকে জিতিয়েছেন, মানুষের সঙ্গে থাকতে হবে, পার্টির সঙ্গে থাকতে হবে এটাই নিয়ম। এই বিষয়টা পার্টির যারা দায়িত্বে আছেন তারা দেখবেন, সংগঠনের যারা দায়িত্বে আছেন তারা দেখবেন। কারা গ্রুপ বানিয়েছে কাকে রেখেছে, তার চিন্তা করা উচিত্।'
বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের দাবি, নানা প্রয়োজনে অনেক সময় কলকাতায় (Kolkata) আসতে হয় তাঁকে। আর ঠিক সেই ফাঁকে খড়গপুরে দলীয় বৈঠকের আয়োজন করেন দিলীপ ঘোষ। বারবার জেলা বিজেপি সভাপতিকে জানিয়েছেন, এভাবে বৈঠক হলে সমস্যা হয়। কারণ, কলকাতায় থাকাকালীন খড়গপুরের বৈঠকে অংশ নিতে পারেন না তিনি। তবে তাতে হিরণ কান দেন না বলেই দাবি হিরণের। তাঁর দাবি, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির অঙ্গুলিহেলনেই জেলা সভাপতি এমন আচরণ করেন।
কার্যত অভিমানের সুরে হিরণ জানান, সাংগঠনিক কাজে কোনওভাবেই তাঁকে ব্যবহার করা হয়নি। বিজেপিতে কোনও গুরুত্ব না থাকায় 'ক্ষুব্ধ' হিরণ। সেই কারণেই বিধায়কদের হোয়াটসঅ্যাপ গ্রুপ (Whatsapp Group) ত্যাগ করেন তিনি। বঙ্গ বিজেপির সঙ্গে কোনও সম্পর্ক রাখবেন না বলেই দাবি তারকা বিধায়কের। তবে খড়গপুরবাসীর সঙ্গে যোগাযোগ রয়েছে।
কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গেও যে সম্পর্কের অবনতি এতটুকুও হয়নি, তা আরও একবার মনে করিয়ে দেন হিরণ। বিজেপি বিধায়কের হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ কি দলত্যাগেরই ইঙ্গিত? সে প্রশ্ন যদিও সুকৌশলে এড়িয়ে যান হিরণ। তাঁর কথায়, হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন ঠিকই। তবে তার সঙ্গে দল ছাড়ার কোনও যোগসূত্র নেই। দলবদলের ভাবনাচিন্তা থাকলে তা পরবর্তীকালে জানাবেন বলেও জল্পনা জিইয়ে রেখেছেন 'অভিমানী' হিরণ (Hiran Chatterjee)।