বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন অর্জুন সিংহর ভগ্নিপতি ও ভাইপো

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন অর্জুন সিংহর ভগ্নিপতি ও ভাইপো

পরিবারেরই জোর ধাক্কা খেলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ। বিজেপি ছেড়ে তাঁর আত্মীয়েরাই এ বার যোগ দিলেন তৃণমূলে। অর্জুনের ভগ্নিপতি তথা নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল সিংহ এবং ভাইপো সৌরভ সিংহ শনিবার বিজেপি ছেড়ে যোগ দিলেন শাসকদলে। আসন্ন পুরভোটে সুনীল গারুলিয়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে বিজেপি-র প্রার্থী হয়েছিলেন।

সৌরভকেও বিজেপি ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডেরপ্রার্থী করেছিল। দু’জনেই শনিবার ব্যারাকপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে এসে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক এবং বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর উপস্থিতিতে শাসকদলে যোগ দেন। সুনীল-সৌরভের সঙ্গেই বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন বিজেপি নেতা আদিত্য সিংহ।

২০১৭ সালে নোয়াপাড়া বিধানসভার উপনির্বাচনে তৃণমূলের প্রতীকে জয়লাভ করেন সুনীল। ২০১৯-এর লোকসভা ভোটে অর্জুন তৃণমূলের টিকিট না পেয়ে বিজেপি-তে নাম লেখান। বিজেপি-র প্রতীকে ভোটে দাঁড়িয়ে ব্যারাকপুরের সাংসদ হন। তারপরেই সুনীল ও সৌরভ তৃণমূল ছেড়ে বিজেপি-তে যান। সুনীল গত বিধানসভা ভোটে নোয়াপাড়া থেকে বিজেপি-র প্রার্থীও হন।

তবে তিনি তৃণমূল প্রার্থী মঞ্জু বসুর কাছে পরাজিত হন।শনিবার দলবদল করে সেই সুনীল বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ারে শামিল হতেই আবার তৃণমূলে ফিরলাম। বিজেপি-তে গিয়ে ভুল করেছিলাম। ফিরে এসে ভুল শুধরে নিলাম। বিজেপি-র মনোনয়নপত্র প্রত্যাহার করে নেব।’’ ব্যারাকপুরের রাজনীতিতে সুনীল-সৌরভের দলত্যাগ অর্জুনের কাছে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।