নদীয়ায় শিশুর প্রাণ বাঁচাতে নয়ানজুলিতে যাত্রী বোঝাই অটো

চাপড়া নদীয়া চাপড়া হাতিশালা এলাকায় একটি বাচ্চা কে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলি তে পড়ে যায় একটি অটো। ঘটনাস্থলে গুরুতর জখম দঙজন। আহত ব্যক্তিদের কে স্থানীয় লোকজন উদ্ধার করে চাপড়া গ্রামীন হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসকের দুজনকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করে।
আহত একজনের বাড়ি কোচবিহার নাম জিয়ারুল হক বয়স 32 বছর। তিনি মাদ্রাসা শিক্ষক। মাদ্রাসার জন্য অর্থ সংগ্রহের জন্য বেরিয়ে ছিলেন। জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন হলেও অর্থের অভাবে হাসপাতাল থেকে জেলা হাসপাতালে পৌঁছানোর খরচ বা চিকিৎসার খরচ তার কাছে ছিল না ।
বিষয়টি তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি জেবের শেখের কানে পৌঁছাতেই তিনি নিজে চাপরা হাসপাতালে এসে আহত দুই ব্যক্তির চিকিৎসা খরচ বহন করেন এবং দু'জনকেই জেলা হাসপাতালে অ্যাম্বুলেন্স করে চিকিৎসার জন্য নিজের ভাইপোকে পাঠায় ওই দুই আহত ব্যক্তির সঙ্গে।