ভগবানপুরে কর্মী খুনের প্রতিবাদে ১২ ঘন্টা বনধের ডাক বিজেপির!

ভগবানপুরে কর্মী খুনের প্রতিবাদে ১২ ঘন্টা বনধের ডাক বিজেপির!

পূর্ব মেদিনীপুর:- গত পরশুদিন অর্থাৎ শনিবার বিজেপির সক্রিয় কর্মী চন্দন মাইতি ওরফে শম্ভু মাইতিকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে! গতকাল অর্থাৎ রবিবার তার শেষকৃত্য সম্পন্নর পর সোমবার তারই প্রতিবাদে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর জুড়ে ১২ ঘন্টার বনধের ডাক দিয়েছে বিজেপি!

এই বনধ সফল করতে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে উপস্থিত হয়েছেন পুরুলিয়ার সংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, এই দিন বেশ কিছু দোকান বাজার বন্ধ থাকলেও বেশ কিছু দোকান খোলা রয়েছে এমন চিত্র উঠে এসেছে।

এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন আমাদের কর্মীকে খুন করার প্রতিবাদে ১২ ঘণ্টা বনধের ডাক দেওয়া হয়েছে ভগবানপুর জুড়ে, আমাদের সঙ্গে সাধারণ মানুষ রয়েছেন এই সফল করতে।