মেদিনীপুরে রাজীবের স্বপ্ন ভঙ্গ প্রসঙ্গে মুখ খুলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

বিজেপি দলের রাজ্য সভাপতি হওয়ার পর সোমবার প্রথম মেদিনীপুরে এলেন বিজেপির রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার। বিজেপির পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার উদ্যোগে মেদনীপুর শহরে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয় সোমবার। আর সেখানেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন ভঙ্গ প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার বলেন তিনি কি স্বপ্ন দেখেছিলেন তিনিই বলতে পারবেন তার কি স্বপ্ন ভঙ্গ হয়েছে।
নাকি তিনি অন্য কোনও স্বপ্ন দেখেছিলেন সেটাও তিনিই বলতে পারবেন। পাশাপাশি পেট্রোল - ডিজেলের মূল্যবৃদ্ধির প্রসঙ্গে বলতে গিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন উনি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলে ডেকেছেন। উনিতো মমতা বন্দ্যোপাধ্যায় কে বলুন পেট্রোল ডিজেল কে জিএসটি আওতাভুক্ত করতে, তাহলেই পেট্রোল-ডিজেলের কুড়ি থেকে পঁচিশ টাকা দাম কমে যাবে প্রতি লিটারে। সেই সঙ্গে তিনি পৌরসভা নির্বাচন প্রসঙ্গে বলেন রাজ্য পুলিশ নয়, কেন্দ্রীয় বাহিনী দিয়ে পৌর নির্বাচন করতে হবে।
তিনি কেন্দ্রীয় বাহিনী দিয়ে পৌরসভা নির্বাচন করার দাবিও জানান। তিনি বলেন ফ্রি অ্যান্ড ফেয়ার পৌরসভা নির্বাচন হলে বিজেপি ভালো ফল করবে। পাশাপাশি বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুর এর সাংসদ দিলীপ ঘোষ সোশ্যাল মিডিয়ায় রবিবার রাতে ক্ষোভ উগরে দিয়েছিলেন। সেই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন যারা দলের বিরুদ্ধে প্রচার করছেন গন্ডগোল করছেন তাদেরকে আমরা খুঁজছি যথাসময়ে বের করে দেবো।
বেশিরভাগ তৃণমূল থেকে আসা এবং দলেরও কিছু লোক ভোটের সময় দলের বিরুদ্ধে কাজ করেছেন, দলকে দুর্বল করার চেষ্টা করছেন। তাদেরকে খুঁজে বের করার চেষ্টা চলছে। খুঁজে পেলে তাদেরকে দল থেকে বের করে দেওয়া হবে বলেও সাফ জানিয়ে দেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।
এদিন বিজেপির পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা কমিটির পক্ষ থেকে দলের রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার ও দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সাংসদ দিলীপ ঘোষ কে ফুলের তোড়া ও উত্তরীয়, স্মারক দিয়ে সংবর্ধনা জানানো হয়। ওই অনুষ্ঠানে দলের রাজ্য সম্পাদক তুষার মুখার্জী, জেলা সভাপতি সৌমেন তেওয়ারি, বিজেপি নেতা অরূপ দাস, শুভজিৎ রায় সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।