বান্দোয়ান বিধানসভা কেন্দ্রঃ পুরুলিয়ার জেলার একটি বিধানসভা কেন্দ্র বান্দোয়ান

বান্দোয়ান বিধানসভা কেন্দ্রঃ পুরুলিয়ার জেলার একটি বিধানসভা কেন্দ্র  বান্দোয়ান

বান্দোয়ান:  বান্দোয়ান (বিধানসভা কেন্দ্র) ভোটগ্রহণ ২৭ মার্চ (এছাড়া বান্দুয়ান নামে পরিচিত)ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলার একটি বিধানসভা কেন্দ্র। বান্দোয়ান (বিধানসভা কেন্দ্র) (এছাড়া বান্দুয়ান নামে পরিচিত) রাজ্যের পুরুলিয়া জেলার একটি বিধানসভা কেন্দ্র। রাজ্যের সবচেয়ে বড় বিধানসভা বান্দোয়ান, তফসিলি উপজাতির জন্য সংরক্ষিত। ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, ২৩৮ নং বান্দোয়ান বিধানসভা (এসটি) কেন্দ্রটি বান্দোয়ান, বড়বাজার এবং মানবাজার-২ সমষ্টি উন্নয়ন ব্লক গুলি এর অন্তর্গত।

বান্দোয়ান বিধানসভা (এসটি) কেন্দ্রটি ৩৩ নং ঝাড়গ্রাম লোকসভা (এসটি) কেন্দ্র এর অন্তর্গত। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজীব লোচন সোরেন৷ তাঁর প্রাপ্ত ভোট ১,০৪,৩২৩৷ দ্বিতীয় স্থানে ছিলেন বাম প্রার্থী সুশান্ত বেসরা৷ তাঁর প্রাপ্ত ভোট ৮৪,০১৬ হাজার৷ তৃতীয় স্থানে ছিলেন লবসেন বাস্কে৷ তাঁর প্রাপ্ত ভোট ১৪,৩৭১ হাজার৷ এই বিধানসভা কেন্দ্রটি ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের অন্তর্গত৷ ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী কোনার হেমব্রম জয়ী হন৷ দ্বিতীয় স্থানে ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বীরবাহা সোরেন৷   

 

পশ্চিমবঙ্গ বিধানসভা রাজ্য নির্বাচন, ২০২১: বান্দোয়ান বিধানসভা কেন্দ্র
দল প্রার্থী ভোট % ±%
  তৃণমূল কংগ্রেস   রাজীব লোচন সোরেন       
  বিজেপি     পারসি মুর্মু       
  সিপিএম      সুশান্ত বেশরা       
           
ভোটার উপস্থিতি      

২০১৬ বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা বান্দোয়ান বিধানসভা কেন্দ্র

দল প্রার্থী ভোট
তৃণমূল রাজীব লোচন সোরেন৷   ১,০৪,৩২৩
সিপিআই(এম)  সুশান্ত বেসরা ৮৪,০১৬
বিজেপি লাবসেন বাস্কে  ১৪,৩৭১

২০১১ সালের নির্বাচনে, সিপিআই (এম) এর সুশান্ত বেসরা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের শীতল চন্দ্র হেমব্রমকে পরাজিত করেন।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১১: বান্দোয়ান কেন্দ্র
দল প্রার্থী ভোট % ±%
সিপিআই(এম) সুশান্ত বেসরা ৮৭,১৮৩ ৪৮.৩৮ -৬.৭২
কংগ্রেস শীতল চন্দ্র হেমব্রম ৬৫,১৬৩ ৩৬.১৬ #
জেএমএম চুনারাম হেমব্রম ১০,৭৬৯ ৫.৯৮
বিজেপি মনিকা মুর্মু ৬,৯১২ ৩.৮৪
নির্দল জাগরন মুর্মু ৪,২১৭
জেডিপি বিশ্বনাথ বাস্কে ২,৩৩৮
অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন ফটিক কুমার হেমব্রম ২,০৫১
ঝাড়খণ্ড বিকাশ মোর্চা (প্রজাতান্ত্রিক) জালিম চন্দ্র সোরেন ১,৫৫৯
ভোটার উপস্থিতি ১৮০,১৯২ ৮০.৫৭
সিপিআই(এম) নির্বাচনী এলাকা ধরে রাখে সুইং #

বিধানসভার বিধায়ক

নির্বাচনের
বছর
কেন্দ্র বিধায়ক রাজনৈতিক দল
১৯৬২ বান্দোয়ান কান্দ্রু মাঝি লোক সেবক সংঘ
১৯৬৭ কান্দ্রু মাঝি নির্দল 
১৯৬৯ বুদ্ধেশ্বর মাঝি ভারতীয় জাতীয় কংগ্রেস
১৯৭১ শীতল চন্দ্র হেমব্রম ভারতীয় জাতীয় কংগ্রেস
১৯৭২ শীতল চন্দ্র হেমব্রম ভারতীয় জাতীয় কংগ্রেস
১৯৭৭ সুধাংশু শেখর মাজি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
১৯৮২ সুধাংশু শেখর মাজি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) 
১৯৮৭ লক্ষীরাম কিস্কু ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
১৯৯১ লক্ষীরাম কিস্কু ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
১৯৯৬ লক্ষীরাম কিস্কু ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
২০০১ উপেন্দ্রনাথ হাঁসদা ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
২০০৬ উপেন্দ্রনাথ হাঁসদা ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
২০১১ সুশান্ত বেসরা ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)