বাংলাদেশে ছেলের সামনেই মাকে গণধর্ষণ, গ্রেপ্তার ৩

বাংলাদেশে ছেলের সামনেই মাকে গণধর্ষণ, গ্রেপ্তার ৩

বাংলাদেশের Bangladesh ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সাত বছর বয়সী ছেলের সামনেই মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে গতকাল শনিবার হরিপুর থানায় মামলা হয়েছে। মামলায় অভিযুক্তরা হলেন হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের চাপধা হাটপুকুর গ্রামের সলেমান আলীর ছেলে ফজলুর রহমান (২০), চাপধা পিপলা গ্রামের করিমুল ইসলামের ছেলে রিসাত (১৯) ও চাপধা গুচ্ছগ্রামের শাহজাহান আলীর ছেলে আকাশ (১৯)।

এই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে অন্য দুজনের নাম জানানো হয়নি। মামলার অভিযোগে জানা গেছে, সংঘবদ্ধধর্ষণের শিকার ওই নারীর বাড়ি পাশের উপজেলা বালিয়াডাঙ্গীতে। গত শুক্রবার বিকেলে তিনি রুহিয়া চাপধা এলাকার আত্মীয়র বাড়ি থেকে বোনের বাড়ি যাচ্ছিলেন। কামারপুকুর বাসস্ট্যান্ড যেতেই একটি চক্র অটোচালকের যোগসাজশে ভুক্তভোগীকে কৌশলে অপহরণ করে তুলে নিয়ে যায়।

পরে বকুয়া ইউনিয়নের চাপধা বাজারের পাশে একটি আমবাগানের ভেতর নিয়ে ধর্ষণ করা হয়। সঙ্গে থাকা ছেলেকে গলায় ছুরি ধরে জিম্মি করে রাখা হয়। এর পর আনুমানিক রাত সাড়ে ১২টার সময় ধর্ষকরা ওই নারীকে রাস্তার পাশে ফেলে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ফজলুর রহমানকে আটক করে।

৯৯৯ নম্বরে ফোন করা হলে তাৎক্ষণিক পুলিশ এসে ভুক্তভোগীকে উদ্ধার করে। হরিপুর থানার পুলিশ রাতেই অভিযান চালিয়ে রিসাত ও আকাশকে আটক করে। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা হরিপুর থানার পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন জানান, পাঁচ আসামির মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।