জানুয়ারিতে ১০ দিন বন্ধ ব্যাঙ্ক! কোন দিন ছুটি থাকছে ব্যাঙ্ক

প্রতি মাসেই ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ করে রিজার্ভ ব্যাঙ্ক। সেই অনুযায়ী নতুন বছর অর্থাত্ ২০২২-এর প্রথম মাস জানুয়ারিতেও ক'দিন বন্ধ বা ছুটি থাকবে ব্যাঙ্ক সেই তালিকাও এল সামনে। তবে বছরের শুরুতেই ঝক্কিতে পড়তে হবে অনেককেই। কারণ বছরের প্রথম মাসেই বেশ কয়েকদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। তালিকা অনুযায়ী রাজ্যে ও গোটা দেশে ২রা জানুয়ারি রবিবার।
ব্যাঙ্ক বন্ধ থাকবে। ৮ জানুয়ারি দ্বিতীয় শনিবার। ব্যাঙ্কের ছুটি। ৯ জানুয়ারি গুরু গোবিন্দ সিং জয়ন্তী উপলক্ষে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে রাজ্যে ছুটি থাকবে সমস্ত ব্যাঙ্ক। ১৬ জানুয়ারি সারা দেশেই সাপ্তাহিক ছুটি ব্যাঙ্কের।
২২ জানুয়ারি চতুর্থ শনিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক। ২৩ জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন। গোটা দেশের সব ব্যাঙ্কের ছুটি থাকবে এই দিন। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। এই দিনও দেশের সব ব্যাঙ্ক বন্ধ। ৩০ জানুয়ারি রবিবারও বন্ধ থাকবে সব ব্যাঙ্ক। এছাড়াও জানুয়ারির প্রথম দিন বন্ধ থাকবে অনেক রাজ্যের ব্যাঙ্ক।