দেশজুড়ে নিষিদ্ধ ইসলামিক জঙ্গি সংগঠন PFI, ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

দেশজুড়ে নিষিদ্ধ  ইসলামিক জঙ্গি সংগঠন PFI, ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কট্টরপন্থী সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (PFI) -কে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র। দেশ জুড়ে দু’দফা অভিযানের পর বুধবার সকালেই বড় ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। বেআইনি কাজে জন্য অবিম্ববে PFI এবং তার সহযোগী সংগঠনগুলিকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। PFI এবং তাঁর সহযোগী সংগঠন রিহ্যাব ইন্ডিয়া ফাউন্ডেশন (RIF), ক্যাম্পস ফ্রন্ট অফ ইন্ডিয়া (CFI), অল ইন্ডিয়া ইমাম কাউন্সিল (AIIC),

ন্যাশনাল কনফেডরেশন অফ হিউম্যান রাইটস অর্গানাইজেশন (NCHRO), ন্যাশনাল ওম্যানস ফ্রন্ট (National Women’s Front), জুনিয়র ফ্রন্ট, এমপাওয়ার ইন্ডিয়া ফাউন্ডেশন, রিহ্যাব ফাউন্ডেশন কেরালাকেও বেআইনি ঘোষণা করা হয়েছে।  UAPA-র ধারায় পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (PFI) এবং তার সহযোগী সংগঠনগুলিকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট মন্ত্রক (Ministry of Home Affairs)।

কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, গত কয়েকদিনের তদন্তে PFI এবং তার সহযোগী সংগঠনগুলির বেআইনি কাজের একাধিক প্রমাণ হাতে এসেছে। অভিযোগ, সহযোগী সংগঠনগুলির মাধ্যমে সমাজের বিভিন্নস্তরের মানুষের ‘মগজ ধোলাই’ চালাচ্ছিল পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (PFI)।  স্বরাষ্ট্র মন্ত্রকের অভিযোগ PFI-এর বেশ কয়েক জন নেতা নিষিদ্ধ সংগঠন Students Islamic Movement of India (SIMI)-র সদস্য ছিলেন।

বাংলাদেশের জঙ্গি সংগঠন JMB-র সঙ্গেও PFI-র যোগাযোগ মিলেছে। দেশ বিরোধী কাছের অভযোগ উঠেছে এই কট্টরপন্থী সংগঠনের বিরুদ্ধে। তার জেরেই গত কয়েকদিনের অভিযান। বৃহস্পতিবার প্রায় ১০ রাজ্যে যৌথ অভিযান চালায় কেন্দ্রীয় সংস্থা NIA এবং ED। মঙ্গলবার দ্বিতীয় দফাতে কেন্দ্রীয় সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযানে নামে আট রাজ্যের পুলিশ।

আর তারপরেই বুধবার সকালের ঘোষণা।  কট্টরপন্থী সংগঠন PFI-এর বিরুদ্ধে দেশের বিভিন্নস্থানে অশান্তি পাকানো, নাশকতা ষড়যন্ত্রের প্রমাণ হাতে এসেছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ISIS , লস্কর ই তৈবার জঙ্গিদের সঙ্গেও PFI-সদস্যদের যোগাযোগ রয়েছে বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। PFI-এর প্রায় ১৫ জন সদস্য ইতিমধ্যে ISIS-এ যোগ দিয়েছেন বলে খবর। সিরিয়ায় ISIS এবং আল-কায়েদার সঙ্গেও তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে বলে খবর সামনে এসেছে।