বীরভূমে যুদ্ধ ট্যাঙ্ক! শুরু হয়েছে লড়াই! কিন্তু কেন?

বীরভূমে তো আর ভারতের সঙ্গে কোন দেশের যুদ্ধ বাঁধে নি! আর যদি যুদ্ধ বেঁধেও থাকে তাহলে বীরভূমে কেন নামানো হলো এই সকল যুদ্ধ ট্যাঙ্ক! এটাই ভাবছেন তো! আরে বাবা কোন যুদ্ধ লাগেনি, আসলে একটি সিনেমার শুটিংকে কেন্দ্র করে বীরভূমে নামানো হয়েছে এই সকল একাধিক যুদ্ধ ট্যাঙ্ক বীরভূমের মহম্মদ বাজার ব্লকের অন্তর্গত ঝাড়খন্ড লাগোয়া বৈদ্যনাথপুরে বলিউড সিনেমা 'পিপ্পা'র শুটিংকে কেন্দ্র করে নামানো হয়েছে একাধিক যুদ্ধ ট্যাঙ্ক।
এখন এই গ্রামের একটি মাঠেই চলছে গুলি, বারুদের লড়াই। গত সোমবার থেকেই শুরু হয়েছে এই বলিউড সিনেমার শুটিং। শুটিং আগামী বেশ কয়েক দিন চলবে বলেই জানা যাচ্ছে। বীরভূমের এই মহম্মদ বাজার ছাড়াও এই সিনেমার শুটিং করা হবে বীরভুমের বোলপুর এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে। সিনেমার প্রেক্ষাপট সম্পর্কে জানা গিয়েছে, ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধের প্রেক্ষাপটকে কেন্দ্র করে এই সিনেমা তৈরি হচ্ছে।
চিত্রনাট্য তৈরি হয়েছে ব্রিগেডিয়ার মেহেতার লেখা 'দ্য বার্ণিং চেফেস'-এর অনুকরণে। এই সিনেমায় ভারতীয় সেনাবাহিনীর ৪৫ ক্যাভিলার ট্যাঙ্ক স্কোয়াডের ব্রিগেডিয়ার বলরাম সিং মেহতার ভূমিকায় অর্থাত্ নায়কের ভূমিকায় অভিনয় করছেন মুম্বইয়ের বিখ্যাত অভিনেতা ঈশান খট্টর। এই সিনেমার শুটিংকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষদের মধ্যে তৈরি হয়েছে নিদারুণ উত্সাহ-উদ্দীপনা।
সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে মানুষদের ভিড় করতে দেখা যাচ্ছে এই সিনেমার শুটিং দেখতে। যদিও নিরাপত্তার খাতিরে প্রশাসনিকভাবে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে করে উত্সাহী মানুষেরা একেবারে ধারে কাছে পৌঁছাতে না পারেন। অন্যদিকে বীরভূমের এই প্রত্যন্ত গ্রামকে একটি বলিউড সিনেমার শুটিং করার জন্য বেছে নেওয়ায় আনন্দে আত্মহারা স্থানীয় বাসিন্দারা।
শুধু আনন্দই নয়, পাশাপাশি নজরে এসেছে স্থানীয় বেশকিছু যুবককে বিভিন্ন কাজে হাত লাগাতে। রোজগারের মুখ দেখছেন তারা। সিনেমার শুটিংয়ের ক্ষেত্রে এই এলাকা বেছে নেওয়া এবং এই ধারাবাহিকতা আগামীদিনে বজায় থাকলে জেলার অর্থনৈতিক উন্নতি হবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।