রেল দুর্ঘটনায় মৃত ৮, ঘটনাস্থলে আজ রেলমন্ত্রী

দোমোহনিতে বিকানের এক্সপ্রেসের (North Bengal Train Accident) দুর্ঘটনায় বৃহস্পতিবার রাত দুটো পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮। হাসপাতালে আহত অবস্থায় চিকিত্সাধীন রয়েছেন ৪২ জন যাত্রী। জেলা প্রশাসনের তরফে এমনই তথ্য দেওয়া হয়েছে। আহতদের মধ্যে ২৮ জন ভর্তি রয়েছেন জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে (Bikaner Express Accident)।
এর পাশাপাশি ৭ জন করে চিকিত্সাধীন রয়েছেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ এবং ময়নাগুড়ি হাসপাতালে। রেলের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের বগি থেকে সব যাত্রীদেরই উদ্ধার করা হয়েছে। সকাল থেকে রেল লাইনের উপর থেকে দুর্ঘটনাগ্রস্ত বগিগুলিকে সরানোর কাজ শুরু হয়েছে। পাশাপাশি কামরার ভিতরে আর কোনও যাত্রী আটকে আছেন কি না, তাও ভাল ভাবে দেখে নেওয়া হচ্ছে।
আজ সকালেই দুর্ঘটনাস্থলে পৌঁছনোর কথা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। বৃহস্পতিবার রাতেই হাওড়া থেকে বিশেষ ট্রেনে দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। দুর্ঘটনাস্থলে রয়েছেন আর এক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা। ইতিমধ্যেই রেলের তরফে মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে।
গুরুতর আহতদের এক লক্ষ টাকা এবং অল্প আহতদের ২৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানানো হয়েছে। বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ জলপাইগুড়ির দোমোহনিতে দুর্ঘটনার কবলে পড়ে গুয়াহাটিগামী বিকানের এক্সপ্রেস। ট্রেনের মোট বারোটি কামরা লাইনচ্যুত হয়। যেভাবে একটি বগি অন্য বগির ঘাড়ে উঠে গিয়েছিল, তাতে প্রাথমিক ভাবে বিপুল সংখ্যক প্রাণহানির আশঙ্কা করা হয়েছিল। রেল লাইনে ত্রুটির জেরেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে রেল।