অভিষেকের সভার আগে প্রবল ঝড়ে ভেঙে পড়ল ‘জনসংযোগ যাত্রা’র তোরণ

অভিষেকের সভার আগে প্রবল ঝড়ে ভেঙে পড়ল ‘জনসংযোগ যাত্রা’র তোরণ

জনসভা শুরুর আগে আগে ঝড়ে ভেঙে পড়ল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘জনসংযোগ যাত্রা’র তোরণ। মঙ্গলবার সকাল থেকে তীব্র দাবদাহের পর বিকেলে হুগলি জেলার আরামবাগের তেলোভেলো এলাকায় বিপুল জোরে ঝড় হয়। আরামবাগের অন্যত্র যদিও এই ঝড়ের কোনও তার প্রভাব পড়েনি।

‘জনসংযোগ যাত্রা’ কর্মসূচি মঙ্গলবার খানাকুল হয়ে আরামবাগে প্রবেশ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগেই বিকালে ঝড় ওঠে ওই এলাকায়। সকাল থেকে প্রচন্ড দাবদাহ আরামবাগের তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়েছে। জেলার অন্যত্র যদিও বিকেল থেকে আকাশে মেঘ ছিল।

 হুগলি জেলা সফরের দ্বিতীয় দিনে ট্রাক্টরে চেপে জনসংযোগ করেন অভিষেক। জেলার সিঙ্গুর, হরিপাল, তারকেশ্বর মূলত কৃষি প্রধান এলাকা। তৃণমূল সূত্রে জানানো হয়, ট্রাক্টর কৃষকদের হাতিয়ার বলেই তাতে চেপে ‘জনসংযোগ যাত্রা’ করেন অভিষেক। সোমবার সিঙ্গুরের ভোলা স্পোর্টিং ময়দানে রাত্রিযাপনের পর মঙ্গলবার সিঙ্গুর থেকে ‘জনসংযোগ যাত্রা’ শুরু করেন ডায়মন্ড হারবারের সাংসদ।

এর পর ‘হরিপাল মালিয়া কাশী বিশ্বনাথ সেবা সমিতি’ থেকে নন্দকুঠি পর্যন্ত এক কিলোমিটার ট্রাক্টর মিছিল করেন। মিছিলের প্রথম ট্রাক্টরে ছিলেন অভিষেক। কয়েকশো ট্রাক্টর এই ‘জনসংযোগ যাত্রা’য় অংশ নেয়। রাস্তার দু’ ধারে দাঁড়িয়ে ছিলেন বহু মানুষ।