বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের ফলে বাংলার আবহাওয়ায় আমূল পরিবর্তন

বঙ্গোপসাগরে গভীর  নিম্নচাপের ফলে বাংলার আবহাওয়ায় আমূল পরিবর্তন

  বাংলার উপকূলের দিকে ধেয়ে আসছে নিম্নচাপ।  বাংলার আরও কাছে চলে এসেছে এই নিম্নচাপটি।  সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে। এই আবহে   বাংলার আবহাওয়ায় আমূল পরিবর্তন আসতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। ষষ্ঠীতেই তৈরি হয়ে যায় সেটি।

আর আজ অষ্টমী। ক্রমেই আরও শক্তিশালী হচ্ছে এই নিম্নচাপটি। শীঘ্রই এটি পরিণত হবে গভীর নিম্নচাপে। গম্ভীর নিম্নচাপের ফলে দুর্গাপুজোর শেষের দিকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা সহ দক্ষিণের বেশ কয়েকটি জেলা ভিজতে পারে নবমী থেকেই।  আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, অষ্টমীর সকাল পর্যন্ত পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়েছে এই নিম্নচাপ।

এরপর আজ থেকে এটি উত্তর ও উত্তর-পূর্ব বাঁক খেয়ে বাংলাদেশের দিকে চলে যেতে পারে। এর জেরে আগামী ২৩ থেকে ২৫ অক্টোবর ওড়িশার উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আছে। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও হবে বৃষ্টি।  মৌসম ভবনের সকালের বুলেটিন অনুযায়ী, নিম্নচাপটি বিগত কয়েক ঘণ্টায় দ্রুত বেগে এগিয়ে চলেছে।

বর্তমানে এটি পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। ওড়িশার পারাদীপ থেকে এই নিম্নচাপ ৫৯০ কিমি দক্ষিণে আছে। দিঘা থেকে এই নিম্নচাপ ৭৪০ কিমি দক্ষিণে আছে। এদিকে বাংলাদেশের খেপুপাড়া থেকে এই নিম্নচাপ ৮৮০ কিমি দক্ষিণ-দক্ষিণপশ্চিমে আছে। আগামী ১০ ঘণ্টায় এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। 

আরো পড়ুন      জীবনী  মন্দির দর্শন  ইতিহাস  ধর্ম  জেলা শহর   শেয়ার বাজার  কালীপূজা  যোগ ব্যায়াম  আজকের রাশিফল  পুজা পাঠ  দুর্গাপুজো ব্রত কথা   মিউচুয়াল ফান্ড  বিনিয়োগ  জ্যোতিষশাস্ত্র  টোটকা  লক্ষ্মী পূজা  ভ্রমণ  বার্ষিক রাশিফল  মাসিক রাশিফল  সাপ্তাহিক রাশিফল  আজ বিশেষ  রান্নাঘর  প্রাপ্তবয়স্ক  বাংলা পঞ্জিকা