পোশাক পরিবর্তনের সময় সতর্ক হোন ট্রায়াল রুমে

পোশাক পরিবর্তনের সময় সতর্ক হোন ট্রায়াল রুমে

আজবাংলা    অনলাইনের দুনিয়ায় আমাদের মধ্যে এখনও অনেকেই শপিং মলে বা দোকান থেকে জামা কাপড় কিনি। সেক্ষেত্রে, একটা ট্রায়েলের বিষয় হয়ে থাকে। যে ঠিক ঠাক মাপ মতন হচ্ছে কিনা, সেটা দেখে নেওয়ার ব্যাপার থাকে। এর পাশাপাশি, অনেক প্রতিষ্ঠানে দেখা যায় কর্মীরা নির্দিষ্ট পোশাক পরে কাজ করতে হয়।

এরপর, বাড়ি ফেরার সময় ট্রায়াল রুমে সেই পোশাক বদলে নেন তারা। সম্প্রতি, প্রত্যেক মানুষের মধ্যেই এক ভয় ঢুকে গেছে ট্রায়াল রুমে চেঞ্ঝ করার সময়। কেউ বা কোথাও গোপন ক্যামেরা লাগানো নেই তো? এই প্রশ্ন সবারই মপ্নে উঁকি দেয় একবার হলেও। কারন, এমন অনেক সময় খবরের শিরোনামে উঠে এসেছে এমন ঘটনা।

যে কোন মলের ট্রায়াল রুমে গোপন ক্যামেরা লাগানো ছিল ইত্যাদি। এই সবকিছুর মুলে থাকে একদল লোক, যারা এমন কুরুছিকর কাজ গুলি করে থাকেন। এজন্য যারা বাইরের চেঞ্জ রুম ব্যবহার করেন তারা শুরুতেই সচেতন হোন। নিজেকে নিরাপদ রাখুন। 

আজকের প্রতিবেদনে জানাব কি করে আপনি বুঝে যাবেন, কোথাও আদৌ ক্যামেরা লাগানো আছে কিনা। আসুন দেখে নেওয়া যাক, সতর্কবাণী বা নিয়মাবলীগুলি-

১. ট্রায়াল রুমে ঢুকে প্রথমেই চারপাশ খুব ভালোভাবে দেখে নিন। ২. দরজায় যেভাবে টোকা দেন, আয়নায়ও সেভাবে টোকা দিন। ফাঁপা শব্দ হলে, সাবধান হোন লুকানো ক্যামেরা আপনাকে দেখছে। ৩. আয়নায় লক্ষ্য করুন যদি উল্টোদিকে অন্য ঘর বা দেয়াল দেখতে পান, বুঝবেন ঝামেলা আছে।

৪. হ্যাঙার, কাঠের দেয়ালের খাঁজেও চোখ রাখুন। ৫. আয়নায় আঙুল ছোঁয়ান। আঙুল আর প্রতিফলনের মধ্যে দূরত্ব থাকলে বুঝবেন ক্যামেরা রয়েছে।