মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp-এ বড় পরিবর্তন

মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp-এ  বড় পরিবর্তন

দীর্ঘদিন ধরে WhatsApp ব্যবহার করছেন? তাহলে আপনার হয়তো মনে থাকবে আগে WhatsApp এর মাধ্যমে শেয়ার করা লিঙ্কে ছোট্ট প্রিভিউ দেখা যেত। পরে সেই সমস্যার সমাধান করে মার্কিন মেসেজিং কোম্পানি। এখন WhatsApp এর মাধ্যমে শেয়ার করা যে কোন লিঙ্কে তুলনামূলক বড় প্রিভিউ দেখা যায়। এবার ডকুমেন্ট শেয়ারের সঙ্গেও একই কাজ করতে চলেছে Meta-এ মেসেজিং প্ল্যাটফর্মটি।  

WABetaInfo ওয়েবসাইটে প্রকাশিত সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী শীঘ্রই WhatsApp একটি আপডেট নিয়ে আসছে। এই আপডেটের পরে WhatsApp এর মাধ্যমে কোন ছবি অথবা ভিডিয়ো পাঠালে সেই মেসেজের বড় প্রিভিউ দেখা যাবে। আপাতত WhatsApp বিটা ভার্সন 2.22.5.11 এ এই ফিচার হাজির হয়েছে। কয়েক সপ্তাহের মধ্যেই সব WhatsApp গ্রাহকের ফোনে এই ফিচার পৌঁছে যেতে পারে।

   WhatsApp এর মাধ্যমে যে কোন ছবি অথবা ভিডিয়ো পাঠালে সেই ছবি অথবা ভিডিয়ো অনেকটা কমপ্রেস হয়ে যায়। ফলে কমে যায় ছবি অথবা ভিডিয়োর গুণমান। তবে ডকুমেন্ট হিসাবে WhatsApp এর মাধ্যমে কোন ছবি অথবা ভিডিয়ো পাঠালে সেই ক্ষেত্রে আসল গুণমান বজায় থাকে। তবে সেই ক্ষেত্রে চ্যাটে ছবি অথবা ভিডিয়োর কোন প্রিভিউ দেখা যায় না।

শুধুমাত্র ছবি অথবা ভিডিয়োর ফাইল নেম দেখা যায়। এই কারণেই একাধিক ছবি অথবা ভিডিয়ো একসঙ্গে ডকুমেন্ট হিসাবে গুণমানWhatsApp এর মাধ্যমে পাঠালে সমস্যায় পড়তে। আর এই সমস্যা থেকে মুক্তি দিতেই নতুন এই ফিচার নিয়ে হাজির হয়েছে মার্কিন মেসেজিং কোম্পানিটি।  তবে WhatsApp এর মিডিয়া শেয়ারিং বিভাগে এখনও অনেক সমস্যা রয়েছে। WhatsApp এর মাধ্যমে ডকুমেন্ট হিসাবে পাঠানো কোন ছবি অথবা ভিডিয়ো ফোনের ইমেজ গ্যালারিতে দেখা যায় না।

এছাড়াও Google Photos এ ব্যাক আপ নেওয়া কোন ছবি WhatsApp এর মাধ্যমে পাঠানোর অপশন পাওয়া যায় না। তবে নতুন এই ফিচারে ছবি অথবা ভিডিয়োর কোয়ালিটি না কমিয়েই WhatsApp এর মাধ্যমে শেয়ার করা আরও বাড়বে। যদিও এখনও মিডিয়া শেয়ারিং বিভাগে WhatsApp এর থেকে অনেকটা এগিয়ে রয়েছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ Telegram। এই জন্য মিডিয়া শেয়ারিংয়ের ক্ষেত্রে এখনও অনেকটা উন্নতি করতে হবে WhatsApp কে।