ম্যানচেস্টার ইউনাইটেড কিনতে চলেছেন ধনকুবের এলন মাস্ক

টুইটার নয় এবার মাস্কের নজর ফুটবল মাঠে। ম্যানচেস্টার ইউনাইটেড (Manchester United ) কিনতে চলেছেন ধনকুবের এলন মাস্ক (Elon Musk) । সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেই বুধবার এমনটাই জানিয়েছেন টেসলা প্রধান। একটি টুইটে তিনি জানান, ''আমি ম্যানচেস্টার ইউনাইটেড কিনছি। আপনাকে স্বাগতম।''
এর আগে সম্প্রতি টুইটার কিনতে আগ্রহ প্রকাশ করেছিলেন এলন মাস্ক। মাইক্রো ব্লগিং সাইটটি কিনতে 41 বিলিয়ন ডলার অফার করেছেন তিনি। যা কিনা ভারতীয় মুদ্রায় 31,20,81,75,00,000 কোটি টাকা। টুইটারের সঙ্গে আইনি লড়াইয়ের মাঝেই এবার ব্রিটিশ ফুটবল ক্লাবে নজর টেসলা কর্তার (Tesla chief )।
বিশ্বের সবথেকে ধনী ব্যক্তির নজর জনপ্রিয় ফুটবল ক্লাবে পড়তেই শোরগোল শুরু সোশ্যাল মিডিয়ায়। আন্তর্জাতিক এক বিজনেস ম্যাগাজিনের মতে, ম্যানচেস্টার ইউনাইটেড (Manchester United)-এর মূল্য ৪.৬ বিলিয়ন ডলার।
Also, I’m buying Manchester United ur welcome
— Elon Musk (@elonmusk) August 17, 2022