মুর্শিদাবাদের স্কুলে পালন হল ছাত্র ও ছাত্রীদের জন্মদিন

মুর্শিদাবাদের  স্কুলে পালন হল ছাত্র ও ছাত্রীদের জন্মদিন

  কোভিড বিধির পর এবার স্কুলেই পালন করা হল ছাত্র ও ছাত্রীদের জন্মদিন। দিন আনা দিন খাওয়া মানুষের কাছে কেক কেটে হই হুল্লোড় করে জন্মদিন পালন স্বপ্নের মতন , এইসব বড়লোকি ব্যাপার সব। মুর্শিদাবাদ Murshidabad জেলার সীমান্তবর্তী ব্লক লালগোলা। লালগোলা ব্লকের মৃদাদপুর প্রাইমারি স্কুলের দিন আনা দিন খাওয়া ঘরের ছেলে মেয়েদের এই স্বপ্ন পূরণ করলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। আজ মৃদাদপুর ১৫ নম্বর প্রাইমারি স্কুলে সাড়ম্বরে পালন হলো স্কুলের বাচ্চাদের জন্মদিন।

যে সমস্ত বাচ্চাদের জন্মদিন এপ্রিল মাসে তাদের জন্মদিন পালন করা হলো আজ। বাঙালি রীতিতে জন্মদিন মানেই মায়ের হাতের পায়েস আর একটু মিষ্টি মুখ , তাই স্কুল কতৃপক্ষের উদ্যোগে প্রথমে স্কুলে রান্না হওয়া পায়েস, তারপর মিডমিলের ভাত , পাঁচ তরকারি , চাটনি , পাঁপড় শেষে আবারো মিষ্টি মুখ করানো হল ছাত্র ছাত্রীদের। তারপরে লালগোলা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সুব্রত ঘোষ , লালগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ কামালুজ্জামান, জয়েন্ট বিডিও ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোজ হালদার এর হাত ধরে কেক কেটে নাচ গান এর মাধ্যমে দিন টি পালন করা হলো ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, আজ থেকে বছর দুয়েক আগে এক ছাত্র তার বাবাকে সঙ্গে করে নিয়ে স্কুলে এসেছিল তার হাতে ছিল কয়েকটি মিষ্টি । ওই ছাত্রের বাবা বলেছিল আজ আমার ছেলের জন্মদিন বেশি কিছু করার ইচ্ছা থাকলেও উপায় নেই , তাই আপনাদের মিষ্টিমুখ করানোর জন্য কয়েকটা মিষ্টি নিয়ে এসেছি। ওই ছাত্রের বাবার কথা শোনার পর থেকেই আমার মনে হয়েছিল সবার ইচ্ছে থাকে কিন্তু উপায় থাকে না, আর সেই কথা মাথায় রেখেই বিদ্যালয় সমস্ত শিশুর জন্মদিন পালন করার সিদ্ধান্ত নিই।

প্রত্যেকের জন্মদিন আলাদা করে পালন করা সম্ভব হয়ে ওঠেনা আর্থিক দিক থেকে। তাই আমরা শিক্ষকেরা মিলে সিদ্ধান্ত নিই যে প্রতি মাসে একবার করে ওই মাসে যে শিশুদের জন্মদিন রয়েছে তাদের জন্মদিন পালন করব। লালগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি, বলেন প্রাইমারি স্কুল যে এইরকম হতে পারে তার প্রমাণ হচ্ছে লালগোলা মৃদাদপুর প্রাইমারি স্কুল। ছাত্র-ছাত্রীদের জন্মদিন পালনে বিদ্যালয়ের পক্ষ থেকে এই অনুষ্ঠানে আসতে পেরে আমি খুশি , এই অনুষ্ঠান যেনো ভবিষ্যতে এই ভাবেই অনুষ্ঠিত হয় সেই অনুরোধ রাখব বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে।

পাশাপাশি আজ শিশু সংসদ কক্ষ ও লাইব্রেরী রুম এর উদ্বোধন করেন লালগোলা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক , লালগোলা ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক ও লালগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি।অভিনব পদ্ধতিতে স্কুলের মধ্যে ছাত্র ও ছাত্রীদের জন্মদিন পালন হতেই খুশি ছাত্র ও ছাত্রীরা ।কোভিড মহামারি ভুলে নতুন করে চেনা ছন্দে স্কুলের পঠন পাঠনে ফিরে ও জন্মদিন পালনে খুশি সকলেই।