জুতো পড়লেই ফোস্কা পড়ে? রইল সমাধান

আজবাংলা- অনেক সখ করে নতুন জুতা কিনলেন, কিন্তু দেখলেন নতুন জুতা পরে ঘণ্টা খানেক হাঁটা-চলা করার পরই ঘটলো বিপদ। নতুন জুতা পরার কারণে আপনার গোড়ালির পেছন দিকে, আঙুলের পাশে কিংবা বুড়ো আঙুলের তলায় ফোস্কা পড়ে গেছে। যা খুবই যন্ত্রণাদায়ক। দেখা যায়, একবার ফোস্কা পড়লে পরবর্তী ২ থেকে ৩ দিন হাঁটা-চলা করা প্রায় অসম্ভব হয়ে পড়ে।
তবে এই সমস্যার সমাধানও রয়েছে আপনার হাতের মুঠোয়। এমন কিছু ঘরোয়া কৌশল রয়েছে যা নতুন জুতায় পায়ে ফোস্কা পড়া এড়াতে দারুণ কার্যকর। চলুন জেনে নেয়া যাক সেগুলো কি কি-
১. নতুন জুতার ঘষায় ফোস্কা পড়লে ওই জায়গায় অ্যালোভেরা জেল লাগান। এতেও ফোস্কা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ২. ফোস্কা পড়লে তা ফাটানো ঠিক নয়। কোনো কারণে ফোস্কা যদি ফেটে যায় সেক্ষেত্রে ক্ষত স্থানে অ্যান্টিসেপ্টিক ক্রিম লাগিয়ে দিন।
৩. জুতার যে জায়গাগুলো খুব শক্ত বা পায়ে ঘষা লেগে ফোস্কা পড়তে পারে, সে স্থানগুলোতে টেপ দিয়ে স্পঞ্জ লাগিয়ে দিন। এতে পায়ে ফোস্কা পড়বে না। ৪. এছাড়া ফোস্কার জায়গায় দিনে অন্তত ৩ বার মধু লাগাতে পারেন। এতে ফোস্কা দ্রুত শুকিয়ে উঠবে।
৫. আবার জুতার যে জায়গাগুলো পায়ে লাগলে খুব শক্ত মনে হয়, সেখানে ভেসলিনও লাগাতে পারেন। এর ফলে সে স্থান নরম হওয়ায় ফোস্কা পড়ার ঝুঁকিও কম থাকে। ৬. নতুন জুতা পরার আগে পায়ে ভালো করে সর্ষে তেল বা নারকেল তেল মাখতে পারেন। এতে ফোস্কা পড়ার ঝুঁকি অনেকটাই দূর হবে।