পরিবারের জন্য কেরিয়ার বিসর্জন দেওয়া বলিউডের নায়ক রাহুল রায়

পরিবারের জন্য কেরিয়ার বিসর্জনের ছবি বলিউডের নায়িকাদের মধ্যে দেখা যায়। সেই চেনা ধারার উলটপুরাণ রাহুল রায়ের ক্ষেত্রে। সুপারহিট ‘আশিকি’ ছবির নায়কের দাবি, তিনি বিয়ের পরে পরিবারকে সময় দেবেন বলে অভিনয় ছেড়ে দেন।দীপক ও ইন্দিরা রায়ের ছেলে রাহুলের জন্ম ১৯৬৮ সালের ৯ ফেব্রয়ারি।হিমাচল প্রদেশের নামী প্রতিষ্ঠান লরেন্স স্কুলের প্রাক্তন ছাত্র রাহুলের অভিনয়কে কেরিয়ার করার পরিকল্পনা ছিল না।
তাঁর দাবি, কিছুটা আচমকাই হিসেবের বাইরে তিনি পা রাখেন অভিনয়ের কেরিয়ারে। রাহুলের মামা কোরি ওয়ালিয়া ছিলেন বলিউড এবং ফ্যাশন ইন্ডাস্ট্রির পরিচিত নাম।রাহুলের বাড়িতে পরিচালক মহেশ ভট্ট গিয়েছিলেন সম্পূর্ণ অন্য কারণে। সেখানে রাহুলকে দেখে তাঁর পছন্দ হয়। মহেশের প্রস্তাবে ‘আশিকি’ ছবিতে অভিনয় করতে রাজি হন রাহুল।
১৯৯০ সালে মুক্তি পাওয়া ‘আশিকি’ ছিল মহেশ ভট্টের নিজের জীবনেরই আখ্যান। তাঁর এবং লোরেন ব্রাইটের দুরন্ত প্রেমপর্ব ছিল ‘আশিকি’-র গল্প। পরবর্তী সময়ে লোরেন ব্রাইটকে বিয়ে করেন মহেশ। নাম পাল্টে লোরেন হন কিরণ। ব্লকবাস্টার ‘আশিকি’-র নায়ক নায়িকা দু’জনেই অকালে হারিয়ে যান বলিউড থেকে।
নায়িকা অনু আগরওয়াল এবং নায়ক রাহুল রায়, দু’জনের কেউই পরে প্রতিষ্ঠিত হতে পারেননি ইন্ডাস্ট্রিতে। রাহুল যে সুযোগ পাননি, তা নয়। ইন্ডাস্ট্রির প্রচলিত ধারা মেনে ‘আশিকি’-র সাফল্য তাঁর কাছে প্রচুর সুযোগ পৌঁছে দিয়েছিল। কিন্তু কোনওটাই তাঁর সফল কেরিয়ারের জন্য ফলদায়ক হয়নি।১৯৯২ সালে মহেশ ভট্টের পরিচালনায় ‘জুনুন’ও রাহুলের কেরিয়ারের অন্যতম সেরা কাজ। কিন্তু কার্যত এই দু’টি সিনেমার পরেই তাঁর কেরিয়ার গ্রাফ নীচের দিকে নামতে থাকে। তার পরেও ‘দিলওয়ালে কভি না হারে’, ‘প্যায়ার কা সায়া’-র মতো কিছু মাঝারি হিট ছবিতে অভিনয় করেছিলেন রাহুল।
পাশাপাশি, ‘গজব তামাশা’, ‘ভূকম্প’, ‘গুমরাহ’, ‘গেম’, ‘ফির তেরি কহানি ইয়াদ আয়ি’, ‘ধর্ম কর্ম’, ‘মেঘা’, ‘নসিব’, ‘ফির কভি’, ‘অচানক’-সহ তাঁর বেশির ভাগ ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। রাহুলের আরও বেশ কয়েকটি ছবির কাজ আটকে যায় মাঝপথে। ‘দিলোঁ কা রিশতা’, ‘আয়ুধ’, ‘প্রেমাভিষেক’, ‘তু নে মেরে দিল লে লিয়া’, ‘দিল দিয়া চোরি চোরি’, ‘ফির কভি’, ‘জম জব দিল মিলেঁ’-সহ বেশ কিছু ছবিতে অভিনয় করার কথা ছিল রাহুলের।
বিভিন্ন কারণে এই ছবিগুলি অসমাপ্ত থেকে যায়। এক দশক পরে ২০১১ নাগাদ বলিউডে ফিরে এসে দ্বিতীয় ইনিংস শুরু করেন রাহুল। কিন্তু এ যাত্রায় আশিকি-জুনুনের ম্যাজিক অধরাই থেকে যায়। বড় পর্দার পাশাপাশি সে সময় তিনি কাজ করেছেন টেলিভিশন শো-এও।ইন্ডাস্ট্রিকে বিদায় জানানোর কারণ হিসেবে অবশ্য শুধুই পরিবারকে দেখাননি মহশে ভট্টের আবিষ্কার, এই নায়ক।
সেইসঙ্গে এও বলেছেন, ওই মুহূর্তে দাঁড়িয়ে তাঁর বলিউডকে কিছু দেওয়ার বা বলিউড থেকে কিছু পাওয়ার ছিল না।তবে পরিবারকে সময় দেওয়াটাও ছিল তাঁর কাছে গুরুত্বপূর্ণ, জানাতে ভোলেননি রাহুল। ২০০০ সালে তিনি বিয়ে করেন মডেল রাজলক্ষ্মী খানভিলকরকে।সমীর সোনির প্রাক্তন স্ত্রী রাজলক্ষ্মীর এটা ছিল দ্বিতীয় বিয়ে। ক্যাডবেরির বিজ্ঞাপনের চেনা মুখ রাজলক্ষ্মীর প্রথম বিয়ে স্থায়ী হয়েছিল মাত্র সাত মাস।রাহলের মতে, বলিউডে নায়কের ভূমিকায় থেকে পরিবারের সঙ্গে কোয়ালিটি সময় কাটানো কার্যত অসম্ভব। তিনি দুই নৌকায় পা দিয়ে চলতে চাননি।
ফলে কেরিয়ারকে রেখে বেছে নিয়েছিলেন পরিবারকেই।বিয়ের পরে কেরিয়ারের টানে রাজলক্ষ্মী পাড়ি দেন অস্ট্রেলিয়া। রাহুলও তাঁর সঙ্গে চলে যান প্রবাসে। ফলে সেই অবস্থায় বলিউডে অভিনয় করে যাওয়া তাঁর পক্ষে সম্ভবও ছিল না। এক সাক্ষাৎকারে জানিয়েছেন রাহুল রায়। কিন্তু যে পরিবারের জন্য এত আত্মত্যাগ রাহুলের, সেটাও ভেঙে গেল ২০১৪-এ।
১৪ বছরের দাম্পত্য শেষ করে বিচ্ছেদ হয়ে যায় রাহুল-রাজলক্ষ্মীর। সোনালি অতীত ফিরে না পেলেও বলিউডে আবার অল্পবিস্তর কাজ শুরু করেছেন রাহুল। ২০১৯-এ মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘ক্যাবারে’। চকার্গিলে একটি চলচ্চিত্রের শ্যুটিং চলাকালীন ভয়ানক ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছে ‘আশিকি’ খ্যাত তারকা রাহুল রায়।
আরো পড়ুন
জীবনী মন্দির দর্শন ইতিহাস ধর্ম জেলা শহর শেয়ার বাজার কালীপূজা যোগ ব্যায়াম আজকের রাশিফল পুজা পাঠ দুর্গাপুজো ব্রত কথা মিউচুয়াল ফান্ড বিনিয়োগ জ্যোতিষশাস্ত্র টোটকা লক্ষ্মী পূজা ভ্রমণ বার্ষিক রাশিফল মাসিক রাশিফল সাপ্তাহিক রাশিফল আজ বিশেষ রান্নাঘর প্রাপ্তবয়স্ক বাংলা পঞ্জিকা