মহামারিতে ভারতের পাশে এসে দাঁড়ালেন ব্রেট লি, দান করলেন লক্ষাধিক টাকা

মহামারিতে ভারতের পাশে এসে দাঁড়ালেন ব্রেট লি, দান করলেন লক্ষাধিক টাকা

আজবাংলা        করোনা মহামারিতে নাজেহাল ভারত | সেই সময় ভারতের পাশে এসে দাঁড়ালেন অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা ফাস্টবোলার ব্রেট লি | বাড়িয়ে দিলেন সাহায্যের হাত | করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য অক্সিজেন পেতে নাকাল সাধারণ মানুষ | সেই অক্সিজেন সরবরাহের জন্যই এক বিটকয়েন (ভারতীয় মুদ্রায় প্রায় ৪১ লক্ষ টাকা) সাহায্য করলেন ব্রেট লি | 

মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ব্রেট লি নিজেই জানিয়েছেন যে, ভারত তাঁর কাছে তাঁর দ্বিতীয় বাড়ি এবং এই পরিস্থিতিতে তিনি কিছু করতে চান ভারতের জন্য | সেই জন্যই তাঁর এই অর্থসাহায্য | লি লিখেছেন, 'ভারত বরাবরই আমার সেকেন্ড হোম | খেলার সময় এবং এমনকী, খেলা ছাড়ার পরেও এই দেশ থেকে যে ভালবাসা আর সম্মান পেয়েছি আমার হৃদয়ে সেটি একটি বিশেষ জায়গা করে নিয়েছে |  

তিনি আরও বলেন, এই মহামারির জেরে মানুষ কষ্ট পাচ্ছে তা দেখে আমি খুব বিষণ্ণ | সেই কারণেই আমি ক্রিপটো রিলিফ ফান্ডে এক বিটকয়েন (ভারতীয় মুদ্রায় প্রায় ৪১ লক্ষ টাকা) দান করলাম | ব্রেট লি জানান, সারা ভারতবর্ষ জুড়ে হাসপাতালে অক্সিজেন সরবরাহের জন্য এই অর্থ খরচ করা হবে।' 

পাশাপাশি তিনি সকলকে অনুরোধ করেন, সকলে যেন নিজেদের বাড়িতে থাকেন এবং নিজের খেয়াল রাখেন | তিনি বলেন সকলে হাত ধুন, মাস্ক পড়ুন এবং সমস্ত নিয়ম মেনে চলুন | সামাজিক দূরত্ববিধি মেনে চলুন | প্রয়োজন ছাড়া বাইরে বেরবেন না।' এমনকি প্যাট কামিন্সের প্রশংসাও করেছেন ব্রেট লি।

View this post on Instagram

A post shared by Brett Lee (@brettlee_58)