জঙ্গল অভিযানে গিয়ে কিন্তু এই নিয়ম গুলি মানতেই হবে 

জঙ্গল অভিযানে গিয়ে কিন্তু এই নিয়ম গুলি মানতেই হবে 

জঙ্গল অভিযান করেছেন অনেকে আবার অনেকের ইচ্ছা থাকলেও এখনও তা  হয়ে ওঠে নি।  যখন আপনি জঙ্গলে  অভিযান যাচ্ছেন, তখন তো আপনাকে সব নিয়ম মানতেই হবে,নাহলে প্রাণ সংশয়ও হতে পারে। জঙ্গলের সুস্থ পরিবেশ বজায় রাখতে এবং নিজেকে সুরক্ষিত রাখতে মানতে হবে কিছু নিয়ম। তাই জেনে নিন  জঙ্গল সাফারিতে গেলে কি কি নিয়ম মানবেন …
 

জঙ্গল অভিযানে গেলে হাটু ঢাকা পোশাক  পরবেন।কারন জঙ্গলের বিভিন্ন পোকামাকড়, বা বিষাক্ত গাছপালা থেকে ত্বকের এমনকী শরীরেও ক্ষতি হতে পারে। উজ্জ্বল বা নিওন রঙের পোশাক পড়া চলবে না। বরং কালো বা গাঢ সবুজ রঙের পোশাক পড়তে হবে, যাতে প্রানীকূল দূর থেকে আপনাকে দেখে আকৃষ্ট না হয়। 

দূর থেকে এমন  কোন প্রানীকে দেখলেন হয়ত সে ঘুমিয়ে রয়েছে,  গাড়ি থেকে নেমে তাঁর দিকে যাওয়া বা তাঁকে টিল ছুঁড়ে জাগানোর চেষ্টা করবেন না। দূরে যেখানে রয়েছেন, সেখানেই চুপ করে বসে থাকবেন। গাড়ি চালককে বা হাতির মাহুতকে কাছে নিয়ে যাওয়ার জন্য জোরাজুরি করবেন না। 

জঙ্গল অভিযানে গেলে উত্তেজনা কম থাকাই ভালো , কোন প্রাণীকে দেখে উত্তেজিত হয়ে চিৎকার করবেন না  কারণ  আপনার গলার আওয়াজেও জঙ্গলের শান্ত পরিবেশ ভঙ্গ হতে পারে। তাই যতটা সম্ভব আস্তে কথা বলুন। অপ্রয়োজনে চিৎকার করলে প্রানীদের কাছে বিপদের সতর্কবার্তাও যেতে পারে। 


জঙ্গল অভিযানে গেলে গাইডের কথা সবসময় শুনবেন। যেমন বলবেন, যেমন চলবেন, তেমনটাই শুনবেন। নিজে থেকে কোন অ্যাডভেঞ্চারে চলে যাবেন না। কোনও জায়গা ভালো লাগলে গাইডকে জিজ্ঞেস করবেন থামবেন কিনা।জঙ্গল অভিযানে গিয়ে ফোনের রিং বন্ধ, ফ্ল্যাশ অবশ্যই বন্ধ রাখবেন। 


নিজে থেকে  কোন প্রানী যদি আপনার কাছে এসে পড়ে তাহলে শান্ত  থাকবেন। প্রানীদের মেজাজ সম্পর্কে কোনও আগাম সতর্ক বার্তা থাকে না। তাই হঠাৎ করে এমন কিছু করবেন না যাতে মেজাজ বিগড়ে যায়।  সে কি করে চুপ করে দেখবেন।  কোনও কিছু খাওয়াতে যাবেন না। সে যা করবে চুপচাপ দেখবেন।