গরু পাচার মামলায় তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল গ্রেফতার

গরু পাচার মামলায় তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল গ্রেফতার

গরু পাচার মামলায় তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল গ্রেফতার । অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বাড়িতে CBI। বৃহস্পতিবার সকালেই CBI আধিকারিক রাজীব মিশ্রের নেতৃত্বে অনুব্রত মণ্ডলের বাড়িতে পৌঁছে যায় কেন্দ্রীয় গোয়েন্দারা। ৫-৬টি গাড়ির কনভয় নিয়ে বাড়িতে পৌঁছে যান CBI আধিকারিকেরা। গোরু পাচার মামলায় অনুব্রতকে (Anubrata Mondal) জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের খবর। তাঁর গোটা বাড়ি ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

যাতে বাইরে থেকে কেউ ভিতরে যেতে না পারে এবং কেউ বাড়ির বাইরে বেরোতে না পারে সেজন্য প্রতিটি দরজায় মোতায়েন কেন্দ্রীয় জওয়ানরা। বলা যায়, পুরো এলাকায় মোতায়েন হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এদিন একেবারে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বাড়িতে নথিপত্র নিয়ে ঢোকেন কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকেরা। বাড়ির ভিতরে ঢুকেই তাঁরা প্রতিটি গেটে তালা লাগিয়ে দেন।

যাতে বাড়ির ভিতর থেকে কেউ বেরোতে না পারে এবং বাইরে থেকে কেউ ভিতরে ঢুকতে না পারে। এমনকি অনুব্রতর নিরাপত্তারক্ষীরাও বাড়ির ভিতরে ঢুকতে পারেননি। তবে রাজ্য পুলিশের এক আধিকারিককে ডেকে পাঠিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্যই অনুব্রতর বাড়ি থেকে  গরু পাচার মামলায় তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল গ্রেফতার হয়। 

এদিকে, অনুব্রতর (Anubrata Mondal) বাড়িতে CBI হানা এবং বাড়ির সামনে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হওয়ার খবর পেয়েই বহু উৎসূক মানুষ এলাকায় ভিড় জমিয়েছেন। অনুব্রতর বাড়ির ভিতরে কী হচ্ছে তা জানতে নীচুপট্টি এলাকা সহ অন্যান্য এলাকার বাসিন্দারাও এলাকায় ভিড় জমিয়েছেন এবং উঁকি-ঝুঁকি মারতে শুরু করেছেন ।

বৃহস্পতির সকাল থেকেই উত্তেজনা পারদ চড়ছে বোলপুরে (Bolpur)। রতনপল্লি গেস্ট হাউসে তল্লাশি অভিযান চালানোর পরই রুদ্ধদ্বার বৈঠকে বসেন CBI আধিকারিকেরা। রতনপল্লি গেস্ট হাউস সংলগ্ন কেন্দ্রীয় গেস্ট হাউসেই রুদ্ধদ্বার বৈঠকে বসেন কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকেরা। ওই বৈঠকে SP পদমর্যাদার অফিসারেরা রয়েছেন বলে জানা গিয়েছে।

রুদ্ধদ্বার বৈঠকের সময় ওই গেস্ট হাউসের বাইরে মোতায়েন ছিল ১০০-র বেশি জওয়ান। এছাড়া দুর্গাপুর (Durgapur) এবং আসানসোল (Asansol) থেকে আরও কেন্দ্রীয় বাহিনী বোলপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে জানা গিয়েছে। এই রুদ্ধদ্বার বৈঠকের পরই নীচুপট্টি এলাকায় অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বাড়িতে হানা দিলেন কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকেরা।

প্রসঙ্গত, বুধবার গরু পাচার মামলায় অনুব্রতকে তলব করা হলেও দশম বারের জন্য তিনি এই হাজিরা এড়িয়ে যান। বুধবার ১১ টা নাগাদ তাঁর নিজাম প্যালেসে দেখা করতে যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি অসুস্থতার কারণ দেখিয়ে পৌঁছননি। অর্শ-সহ আরও অনেক রোগের কারণ দেখিয়ে সিবিআইয়ের কাছে ১৪ দিনের সময়ও চেয়ে নেন কেষ্ট।

পাশাপাশি, অনুব্রত-ঘনিষ্ঠদের থেকে এ-ও ইঙ্গিত মিলেছে যে চিকিৎসা করাতে তাঁর দক্ষিণ ভারতে যাওয়ার সম্ভবনাও রয়েছে। এমন একাধিক জল্পনার আবহেই বোলপুরে পা রাখেন সিবিআই আধিকারিকরা। আর বুধ রাতে বোলপুরে পৌঁছে বৃহস্পতি সকালে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির বাড়িতে হানা দিল সিবিআই।