নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিষেক বন্দোপাধ্যায়কে হাজিরার নির্দেশ সিবিআইয়ের

নিয়োগ দুর্নীতি কাণ্ডে  অভিষেক বন্দোপাধ্যায়কে হাজিরার নির্দেশ সিবিআইয়ের

সুপ্রিম কোর্টের (Supreme Court) স্থগিতাদেশ থাকা সত্ত্বেও অভিষেক বন্দোপাধ্যায়কে (Abhisekh Banerjee) হাজিরার নির্দেশ সিবিআইয়ের (CBI)। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সিবিআইয়ের কলকাতার অফিস অর্থাৎ নিজাম প্যালেসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার নির্দেশ দিল সিবিআই। সিবিআই সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি বিশেষ বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই।

আজ অর্থাৎ সোমবার তাঁকে সমন দিয়ে তলব করা হয়েছে। দায়ের হওয়া এফআইআর-র ভিত্তিতে সৌমেন নন্দী বনাম রাজ্য সরকার মামলায় হাইকোর্টের ১৩ এপ্রিলের অর্ডার মেনে এই তলব। এমনটাই নির্দেশনামায় উল্লেখ। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের একটি অভিযোগের মামলায়,

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন প্রয়োজনে কুন্তল ঘোষ ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি বসে জেরা করতে পারবে সিবিআই ও ইডির আধিকারিকরা। তারই পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবারই সুপ্রিম কোর্ট অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ওই নির্দেশকে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। তা সত্ত্বেও সিবিআইয়ের এই তলব উস্কে দিল সমস্ত রাজনৈতিক জল্পনা।

প্রসঙ্গত, এও বলে রাখা ভালো, সোমবার কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায়, সমস্ত নিয়োগ দুর্নীতি, কয়লা কেলেঙ্কারি এবং গরু পাচারকাণ্ডে ইডি-সিবিআইকে টার্গেট করেছেন। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, এ সমস্ত গ্রেফতারি এবং এ সমস্ত কেন্দ্রীয় গোয়েন্দাদের পদক্ষেপ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশই হচ্ছে এবং এগুলি উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই হচ্ছে। এসব কিছু বিজেপির রাজনৈতিক চাল হিসাবেই জানিয়েছেন তিনি।