বীরভূমে পোল্ট্রি ফার্মের আড়ালে গাঁজার আড়ত্‍

বীরভূমে পোল্ট্রি ফার্মের আড়ালে গাঁজার আড়ত্‍

বীরভূমের সদাইপুরের কচুজোড় গ্রামে পোল্ট্রি ফার্মের নীচ থেকে উদ্ধার হল ২ কুইন্টাল গাঁজা। এই ঘটনায় পোল্ট্রি মালিক প্রদীপ গড়াইকে গ্রেফতার করেছে পুলিশ। বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারে হতবাক স্থানীয়রাও। জেলা পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী জানান, গোপন সূত্রে খবরের ভিত্তিতে ওই ব্যক্তির পোল্ট্রি ফার্মে হানা দেন আধিকারিকরা।

পোল্ট্রি ফার্মের নীচে সুড়ঙ্গ তৈরি করে সেখানে একটি প্রকোষ্ঠে রাখা ছিল ৪০ বস্তা গাঁজা। যার মোট ওজন ২ কুইন্টাল। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, কোথা থেকে এই বিপুল পরিমাণ গাঁজা আনা হত এবং কোথায় কোথায় বিক্রি করা হতো তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

স্থানীরা জানিয়েছেন, পোল্ট্রি ফার্মে মাঝে মাঝে রাতের বেলা ট্রাক এসে দাঁড়াত। আমরা জানতাম মুরগির খাবার এসেছে। কিন্তু ট্রাক থেকে যে গাঁজার বস্তা নামছে তা কোনও দিন টের পাইনি। ধৃত প্রদীপ গড়াই এলাকারই বাসিন্দা বলে জানা গিয়েছে।