জোড়া ঘূর্ণাবর্তের জেরে ‘তুমুল বৃষ্টি’র সম্ভাবনা

জোড়া ঘূর্ণাবর্তের জেরে ‘তুমুল বৃষ্টি’র সম্ভাবনা

জোড়া ঘূর্ণাবর্তে ভাসবে সপ্তমী। দুর্গাপুজোর মাঝে আবহাওয়ার পূর্বাভাসে সুখবর শোনাতে পারল না হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের তিন জেলায় রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে তারা। প্রাথমিকভাবে যা জানা যাচ্ছে সেই মোতাবেক দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই এলাকাগুলিতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

পাশাপাশি অন্যান্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অর্থাৎ গোটা পুজোজুড়েই বৃষ্টিপাতের চোখ রাঙানির সম্ভাবনা তৈরি হয়েছে।  আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে।

দক্ষিণের বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতর সূত্রে খবর, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যার ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জলীয় বাষ্পের আনাগোনা রয়েছে। পাশাপাশি আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর-পূর্ব সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে।

পুজোর মধ্যে এই জোড়া ঘূর্ণাবর্তের প্রভাব পড়তে চলেছে দক্ষিণবঙ্গে। ঘূর্ণাবর্তে ভারী বৃষ্টি হতে পারে অষ্টমীতেও। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, অষ্টমীতে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া, বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গেও।

নবমীর পূর্বাভাস অনুযায়ী, ভারী বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায়। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারেও নবমীর দিন ভারী বৃষ্টি হতে পারে, জানিয়ে হাওয়া অফিস। ষষ্ঠীর সকাল থেকে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ রোদ ঝলমলে ছিল। কিন্তু ভিজেছে ষষ্ঠীর সন্ধ্যা। যাঁরা ঠাকুর দেখতে গিয়েছিলেন, তাঁরা বৃষ্টির মুখে পড়েন। কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় শনিবার রাতে বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও রাস্তায় জলও জমেছে। পুজোর বাকি দিনগুলোতেও বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। 

 দক্ষিণবঙ্গে একদিকে যখন বৃষ্টিপাতের পূর্বাভাসের সম্ভাবনা তৈরি হয়েছে সেই সময় উত্তরবঙ্গের ক্ষেত্রে পুজোর প্রথম কয়েক দিন সেভাবে বৃষ্টিপাত হওয়ার কোনও সম্ভাবনা নেই। কিন্তু, নবমী থেকে উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রেও আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে। সেখানে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তনের বিশেষ সম্ভাবনা নেই। মোটের উপর পুজোর সময় উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই কার্যত ‘অসুরের’ ভূমিকায় দেখা যেতে পারে আবহাওয়াকে।