পশ্চিমী ঝঞ্ঝা প্রভাবে রাজ্যে ফের বৃষ্টির সম্ভাবনা

মঙ্গলবার সকাল থেকেই মহামগরীর আকাশের মুখ ভার। সকালের দিকে রাজ্যের বিভিন্ন এলাকায় কুয়াশা দেখা গিয়েছে। মঙ্গলবার কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা এক ডিগ্রি নিচে। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। তবে এই তাপমাত্রা সোমবারের তুলনায় খানিকটা বেশি।
এ বারের শীতের প্রধান প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। একাধিক বার জাঁকিয়ে শীত পড়তে না পড়তেই পশ্চিমী ঝঞ্ঝার অনুপ্রবেশ তাতে জল ঢেলেছে। আবহবিদদের মতে, এ বারও তেমনই পরিস্থিতি হতে চলেছে। এর ফলে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে। মঙ্গলবার সকাল থেকেই তার প্রভাব টের পাওয়া যাচ্ছে। চলতি সপ্তাহেই কলকাতায় রাতের তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে।
সেই সঙ্গে হতে পারে বৃষ্টিও। তবে সরস্বতী পুজোতেও (শনিবার) বৃষ্টি হবে কি না, সেই বিষয়ে দ্বিমত আছে আবহবিদদের মধ্যেই। আবহবিদদের একাংশ বলছেন, শুক্রবারেই বৃষ্টির সম্ভাবনা বেশি। অনেকে আবার শনিবার বৃষ্টি হবে মনে করছেন। এ থেকে একটা জিনিস পরিষ্কার, মধ্য মাঘেও বৃষ্টি থেকে রেহাই নেই বঙ্গের। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই বইবে পুবালি হাওয়া। বসন্ত জাগ্রত হবে বাংলার দ্বারে।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ থেকে চড়তে শুরু করবে তাপমাত্রার পারদ। মাসের প্রথম দিন, মঙ্গলবার শহর কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৬ ডিগ্রির কাছাকাছি এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রির কাছাকাছি। এদিকে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই পশ্চিমী ঝঞ্ঝার দরুন বৃষ্টিপাতের সম্ভাবনা রাজ্যে। ৪ ও ৫ তারিখ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা।
এদিন কুয়াশা দাপট দেখাতে পারে পূর্ব, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, এই জেলাগুলিতে। এদিকে বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্র এবং শনিবার বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সরস্বতী পুজোতে দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।
মঙ্গলবার উত্তরবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি-তে হতে পারে বৃষ্টিপাত। বুধবার বৃষ্টি কমতে পারে উত্তরবঙ্গে। কিন্তু, বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গ জুড়ে ফের বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে।