বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, জেনে নিন আবহাওয়ার খবর

বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা,  জেনে নিন আবহাওয়ার খবর

শহরের আকাশে মেঘেদের আনাগোনা শুরু হয়েছে। শুক্রবারও কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমনটাই জানাল হাওয়া অফিস। বৃহস্পতিবার শহরে ৫.৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আজ বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। আগামী পাঁচ দিনই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শহরে। তবে এর জেরে এখনই কমছে না গরম। আলিপুর জানিয়েছে, এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় দু' ডিগ্রি বেশি। ওইদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় দু' ডিগ্রি কম। এদিন বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকার কথা ৮৯ শতাংশ এবং সর্বনিম্ন পরিমাণ থাকার কথা ৩৪ শতাংশ।

আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে শহরে, এমন ইঙ্গিতই দিয়েছে আলিপুর।  জানা গিয়েছে, এদিনও আজও কলকাতার পাশাপাশি রাজ্যের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হতে পারে কালবৈশাখী। কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই আগামী ২৪ ঘণ্টায় রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস। শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।

একই সঙ্গে আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে তাপমাত্রার পারদ। আপেক্ষিক আর্দ্রতা বাড়াবে অস্বস্তি।  উত্তরবঙ্গের জেলাগুলিতে গত কয়েকদিন ধরে বৃষ্টিপাত চলছে। এই বছর এখনও পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তবে গতকালের থেকে সামান্য কমবে বৃষ্টিপাত। কিন্তু, শুক্রবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ফের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।  উল্লেখ্য, এই বছর নির্দিষ্ট সময়ের আগেই প্রবেশ করতে পারে বর্ষা। পর্যাপ্ত বৃষ্টিপাত হবে বলেও জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তাঁদের কথায়, “এই বছ মৌসুমী বায়ু নির্ধারিত সময়ের আগে প্রবেশ করতে পারে। কম বৃষ্টিপাত হওয়ার কোনও সম্ভাবনা নেই।