আবারো গৃহস্থের বাড়ি থেকে উদ্ধার চন্দ্রবোড়া সাপ!

আবারো গৃহস্থের বাড়ি থেকে উদ্ধার চন্দ্রবোড়া সাপ!

শান্তিপুর   ঘন বরষায়, পুকুর বিল খানা খন্দ জলমগ্ন! স্বভাবতই জলাধারের পাশাপাশি বসবাসকারী, বিভিন্ন কীটপতঙ্গ সহ ছোটখাট প্রানী সরীসৃপ ঢুকে পড়ছে লোকালয়ে। তাই প্রায় প্রতিদিনই উদ্ধার হচ্ছে বিভিন্ন বিষধর সাপ। আজ মঙ্গলবার শান্তিপুর ফুলিয়া পাড়া রাজু ঘোষের বাড়ি থেকে উদ্ধার হল মস্ত বড় এক বিষধর চন্দ্রবোড়া সাপ।

গৃহস্থ জানান, প্রথমে তার বাড়ির দেওয়ালে লক্ষ্য করেন , এরপরে ভয় পেয়ে সে আশ্রয় নেয় একটি জলাধারের  ট্যাংকে। বনদপ্তর এর ফোন করার পর, স্থানীয় পশুপক্ষী বেবি অনুপম সরকার এসে সেটা উদ্ধার করে নিয়ে যায়।

উদ্ধারকারীর কাছথেকে জানা যায়, উদ্ধার করা এ ধরনের বিভিন্ন প্রাণী বাহাদুরপুর পলাশগাছী বীট অফিসে বনদপ্তর এর তত্ত্বাবধানে তাদের নিরাপদ আশ্রয়ে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।