পরপুরুষের সঙ্গে রাতে ঘণ্টার পর ঘণ্টা চ্যাট! এখন কী করব? বিশেষজ্ঞের পরামর্শ

আমার বয়স ৩২। বিবাহিত। সন্তানও রয়েছে। বিয়ের (Marriage) পরও সব ঠিকই ছিল। কিন্তু তারপরই সব গেল বদলে। হঠাৎই অনলাইনে একটি মানুষের সঙ্গে কথা বলতে ভালো লাগল। কিন্তু আমার স্বামীও আমায় খুবই ভালোবাসেন। তবে তিনি আমার চাহিদা বুঝতে পারেন না। স্বামীর এই বিষয়টা একেবারেই ভালো লাগে না। তাই আমি একজন অবিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে (Relationship) চলে আসি।
আমি শেষ কয়েকমাস ধরে মানুষটির সঙ্গে চ্যাট (Chat) করছি। চ্যাটেই কথা এগতে থাকে। তবে বলে রাখি, আমরা কিন্তু এখনও সামনা সামনি দেখা করিনি। নিয়মিত অনলাইনে কথা বলতে থাকি। ফেসবুক (Facebook) করতে আমার ভীষণ ভালো লাগে। ফেসবুকের মাধ্যমেই মানুষটির সঙ্গে আমার পরিচয়। এখানেই আমরা নিয়মিত চ্যাট করি।
এমনকী নিজেদের ব্যক্তিগত ছবিও আমরা একে অপরের মধ্যে ভাগ করে নিই। প্রথমদিকে সকালের দিকেই বেশি কথা বলতাম। কিন্তু এখন ওর সকালে সময় নেই। ও নিজের কাজেই বেশি ব্যস্ত থাকে। এই কারণে এখন আমরা রাতে কথা বলি। মানুষটির সঙ্গে মানসিকভাবে জড়িয়ে গিয়েছি। ওর সঙ্গে কথা বললে আমার ভীষণ ভালো লাগে। মন আনন্দে ভরে যায়। প্রথমদিকে আমার গোটা বিষয়টি ভালোই লাগছিল।
কিন্তু এখন নিজের স্বামীর (Husband) কথাও আমার মনে পড়ে। মনে হয়, স্বামীকে যেন প্রতারিত করছি। আমি বুঝি যে এই ধরনের সম্পর্ক বেশিদিন পর্যন্ত চলতে পারে না। এখন বুঝতে পারছি না যে নিজের সম্পর্ক বাঁচানোর জন্য আমি কী করতে পারি! আমার রাতের ঘুম উড়ে গিয়েছে। আমি নিজের কাজে মনোযোগ দিতে পারছি না। এবার আমি এই বিষয়ে বিশেষজ্ঞের পরামর্শ চাই-
গুরগাঁও আর্টেমিস হাসপাতালের সাইকোলজি বিভাগের প্রধান বলেন, আমি বুঝতে পারছি যে আপনার এখন নিজের জন্য কতটা খারাপ লাগছে। এবার এই খারাপ লাগাটার প্রধান কারণ হল, আপনি এমন একজন মানুষের সঙ্গে সম্পর্কে রয়েছেন যাঁর সঙ্গে কোনও শারীরিক সম্পর্ক আপনার নেই। এমনকী দেখাও পর্যন্ত হয়নি। তাই এই সম্পর্ক নিয়ে আরও ভাববার অবকাশ রয়েছে অবশ্যই।
বড় ভুল আপনাদের সম্পর্ক তৈরি হয়েছে ফোনে। চ্যাটের মাধ্যমে একে অপরকে চিনেছেন। কোনও দেখাশোনা হয়নি। কিন্তু চ্যাটের মাধ্য়মে আপনারা নিজেদের অনেক কিছুই জেনে ফেলেছেন। এমনকী মানুষটিকে না চিনে ব্য়ক্তিগত ছবিও আপনি শেয়ার করে চলেছেন। এবার পরবর্তী সময়ে এই নিয়ে সমস্যা দেখা দিতে পারে। আপনার স্বামী যখন এই কথাটি জানতে পারবেন, তখন সমস্যার শেষ থাকবে না।
ভবিষ্যৎ ভালো নয় আপনি বলছেন যে স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্ক (Physical Relation) তেমন ভালো নেই। ফলে আপনি অন্য মানুষটির সঙ্গে জড়িয়ে গিয়েছেন। তবে এক্ষেত্রে আমার পরামর্শ হবে, আপনি ওই মানুষটির বদলে নিজের স্বামাীর সঙ্গে ফের সম্পর্ক ঠিক করার চেষ্টা করুন। আমি বুঝতে পারছি যে এই কাজটা করা আপনার পক্ষে সহজ হবে না। তবে নিজের ভবিষ্যতের কথা ভেবে এই কাজটা আপনাকে করতেই হবে। তবেই আপনি ভালো থাকতে পারবেন।
সত্যিটা জানতে পারলে এখন আপনার মনে হতেই পারে যে লুকিয়ে সম্পর্ক রেখে গেলে তেমন কোনও সমস্যা নেই। যদিও বিষয়টা একেবারেই তেমন নয়। কারণ আপনার স্বামী যদি কোনও সময় এই বিষয়টা জানতে পারেন, তবে একেবারে হুলস্থুল বেধে যেতে পারে। তখন তিনি আপনার প্রতি বিশ্বাস হারাবেন। এমনকী আপনাদের সম্পর্ক নেমে আসবে তলানিতে। তাই চেষ্টা করুন যতটা দ্রুত সম্ভব এই সমস্যা আসতে পারলেই হবে মঙ্গল।
রোম্যান্সের অভাব হবে না আপনি নিজের স্বামীর সঙ্গে ফের শারীরিক সম্পর্ক তৈরি করার জন্য প্রস্তুত থাকুন। এখনকার দিনে শরীরিক সম্পর্কের দিকটি চাঙ্গা করা কোনও জটিল কাজ নয়। বরং আপনি খুব সহজেই এই কাজটা করে ফেলতে পারেন। এক্ষেত্রে নিজেদের মধ্য়ে কথা বলুন। পারলে একটু এগিয়ে এসে সেক্স কাউন্সিলরের পরামর্শ নিন। আশা করছি সব সমস্যার হবে সমাধান। আমি জানি যে শারীরিক সম্পর্ক না থাকার কারণে অনেক সমস্যাই ঘটতে পারে। আপনার ক্ষেত্রেও ঠিক সেই ঘটনাই ঘটছে। তাই একটু ধৈর্য ধরে নিজের দিকে তাকান।