পুজোর আকাশে ফের ঘনীভূত দুর্যোগের মেঘ

দেবীপক্ষ শুরু মানেই উৎসবের ঢাকে কাঠি। বাঙালির সব থেকে বড় উৎসবের প্রস্তুতি এখন শেষ লগ্নে কিন্তু ফের দুর্যোগের ঘুঁটি সাজাচ্ছে ঘূর্ণাবর্ত। পুজোর আকাশে ফের ঘনীভূত দুর্যোগের মেঘ। বঙ্গবাসীর আশঙ্কা সত্যি করে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানিয়েছে, পুজোয় এবার ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে।
দেবীপক্ষে উৎসবের চূড়ান্ত পর্বের প্রস্তুতি তুঙ্গে। মণ্ডপ থেকে শপিং, শেষ মুহূর্তের টুকিটাকি সারতে ব্যস্ত উৎসবপ্রেমী বঙ্গবাসী। কিন্তু বাংলার এই উৎসব মুডে চোনা ছড়িয়ে দিল আবহাওয়া দফতরের পূর্বাভাস। হাওয়া অফিস জানিয়েছে, পুজোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায়। আপাতত ষষ্ঠী পর্যন্ত আবহাওয়া পরিষ্কার থাকলেও দেবীর বোধন হতে না হতেই শুরু হবে দুর্যোগ।
২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ২ অক্টোবর সপ্তমী থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। অর্থাৎ উৎসবের শুরু থেকেই সৈন্যসামন্ত নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়তে চলেছে বর্ষাসুর। হাওয়া অফিস জানিয়েছে, পূর্ব-মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে।
এর ফলেই বাংলার আকাশে দুর্যোগের ভ্রুকূটি। বর্তমান পরিস্থিতি অনুসারে দক্ষিণবঙ্গের উপকূলজেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃষ্টি হতে পারে কলকাতা (Kolkata Rainfall Update), উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।
তবে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই। মূলত দিনভর বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বঙ্গের দক্ষিণ অংশে। কলকাতার অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণের কপালে বৃষ্টির দুর্গতি নাচলেও উত্তরে মূলত পুজোর শুরুর দিনগুলিতে আবহাওয়া মনোরম থাকলেও পরের দিকে বাড়বে বৃষ্টি। ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে বলে পূর্বাভাস। ৪ ও ৫ অক্টোবর অর্থাৎ নবমী ও দশমীতে বৃষ্টিতে ভাসবে উত্তরও।