ক্যালেন্ডার অনুযায়ী অক্টোবরে পরপর উত্‍সব, জেনে নিন দিনক্ষণ

ক্যালেন্ডার অনুযায়ী অক্টোবরে পরপর উত্‍সব, জেনে নিন দিনক্ষণ

মহালয়া

আগামী ৬ অক্টোবর মহালয়া, পিতৃপক্ষ শেষ হয়ে দেবীপক্ষ শুরু হওয়ার দিন। গঙ্গার ঘাটে ঘাটে এদিন প্রয়াত পিতৃপুরুষদের আত্মার শান্তি কামনায় তর্পণ করে থাকেন বহু মানুষ।

দুর্গাপুজো

এরপর ১১ অক্টোবর বুধবার মহাষষ্ঠী, দেবীর বোধন। যুগ যুগ ধরে বিশ্বাস করা হয় যে, এদিনই দেবী দুর্গা মর্তে এসেছিলেন। সোমবার ১২ অক্টোবর মহাসপ্তমী, ১৩ অক্টোবর মঙ্গলবার মহাঅষ্টমী। বুধবার ১৪ অক্টোবর পালিত হবে মহানবমী এবং বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিজয়া দশমী। আবার এক বছরের প্রতীক্ষা শুরু হবে বাঙালি জাতির।

নবরাত্রি

এই বছর নবরাত্রি শুরু হবে আগামী ৭ অক্টোবর এবং শেষ হবে ১৫ অক্টোবর।

ইন্দিরা একাদশী

তার আগে ২ অক্টোবর রয়েছে ইন্দিরা একাদশী। পিতৃপক্ষে এই একাদশী পালিত হওয়ায় এর বিশেষ গুরুত্ব রয়েছে। এদিন উপবাস পালন করে ও সাধ্য অনুযায়ী দান করলে প্রয়াত পিতৃপুরুষের আত্মা শান্তি লাভ করে বলে মনে করা হয়।

 প্রদোষ ব্রত

৪ অক্টোবর পালিত হবে প্রদোষ ব্রত। প্রতি মাসের শুক্ল পক্ষ ও কৃ্ষ্ণ পক্ষের ত্রয়োদশী তিথিতে প্রদোষ ব্রত পালন করা হয়। ৪ অক্টোবর সোমবার হওয়ায় এটি সোমব্রত নামেও পরিচিত। এদিন উপবাস রেখে শিব ও পার্বতীর আরাধনা করেন ভক্তেরা। একই দিন মাসিক শিবরাত্রিও পড়েছে।

বিনায়ক গণেশ চতুর্থী

আগামী ৯ অক্টোবর পালিত হবে বিনায়ক গণেশ চতুর্থী। নবরাত্রি চলাকালীন এই চতুর্থী সিদ্ধিদাতার আরাধনার জন্য পরিচিত।

দশেরা

দুর্গাপুজোর যেদিন বিজয়া দশমী, দেশের অনেক রাজ্যে সেদিন দশেরা পালিত হয়। মনে করা হয়, এদিনই রাবণ বধ করেছিলেন রামচন্দ্র। এই বছর একই দিনে বুদ্ধজয়ন্তীও পড়েছে। কোজাগরী লক্ষ্মী পুজো পঞ্জিকা অনুসারে ১৯ অক্টোবর পড়েছে কোজাগরী লক্ষ্মী পুজো। এদিন চন্দ্র তার ষোল কলা পূর্ণ করে বলে মনে করা হয়। গৃহস্থ ঘরে এদিন লক্ষ্মীর আরাধনা করা হয়।

 কোজাগরী লক্ষ্মী পুজো

পঞ্জিকা অনুসারে ১৯ অক্টোবর পড়েছে কোজাগরী লক্ষ্মী পুজো। এদিন চন্দ্র তার ষোল কলা পূর্ণ করে বলে মনে করা হয়। গৃহস্থ ঘরে এদিন লক্ষ্মীর আরাধনা করা হয়।

করবা চৌথ

কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে পালিত হয় করবা চৌথ। এই বছর করবা চৌথ পড়েছে ২৪ অক্টোবর। স্বামীর মঙ্গলকামনায় সারাদিন নির্জলা উপবাস রেখে সন্ধেবেলায় চাঁদ ওঠার পর স্বামীর হাত থেকে খাবার ও জল খেয়ে উপবাস ভঙ্গ করেন বিবাহিতা মহিলারা।