নদীয়ায় বাজেয়াপ্ত নামজাদা কোম্পানির নকল নিত্যপ্রয়োজনীয় জিনিস

নদীয়ায় বাজেয়াপ্ত নামজাদা কোম্পানির নকল নিত্যপ্রয়োজনীয় জিনিস

ধুবুলিয়া   লক্ষ লক্ষ টাকার নকল প্রসাধনী ও খাদ্য সামগ্রী তৈরির কারখানায় তল্লাশি অভিযান চালিয় প্রচুর নকল জিনিস ও যন্ত্রাংশ বাজেয়াপ্ত করল পুলিশ । গোপন সূত্রে খবর পেয়ে আইবি ও পুলিশের যৌথ অভিযানে প্রায় 8 লক্ষ টাকার নকল তেল, চা, তেল, অ্যান্টিসেপ্টিক, গোলাপ জল, মাজনের মতো নিত্য প্রয়োজনীয় জিনিস হাতে এল ৷ আর এই জিনিসগুলি নামকরা কোম্পানির ৷

ঘটনাটি ধুবুলিয়া থানার নিমতলা এলাকায় (Dhubulia Police seizes duplicate material of branded company from Nimtala in Nadia) ।শুক্রবার রাত্রে ধুবুলিয়া থানার পুলিশ ও ইনভেসটিকেশন ব্রাঞ্চ হানা দিয়ে ওই এলাকায় একটি জায়গা থেকে নকল সামগ্রী তৈরি করার যন্ত্রপাতি ও সমস্ত সামগ্রী তৈরি করা কাঁচা মাল উদ্ধার করে।অভিযুক্ত পলাতক ।তবে তাদের সন্ধানে তালাশি চালাচ্ছে ধুবুলিয়া থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া নকল প্রসাধনী সামগ্রীর মধ্যে রয়েছে তেল, সাবান, ডেটল, মাজন, চা, গোলাপ জলের মতো একাধিক সামগ্রী। বাজার চলতি বিভিন্ন নামী ব্রান্ডের মোড়কে এই নকল দ্রব্য বিক্রি করা হত। বাইরে থেকে দেখলে সেগুলি আসল না নকল, তা বোঝা দুষ্কর। আসলের যা দাম, সেই দামেই এই নকল প্রসাধনী দ্রব্য বাজারে বিক্রি করা হত বলে জানিয়েছে পুলিশ।